৩ মিনিটি বিক্রি হল ২ লক্ষ ফোন, OnePlus Ace 2 Pro কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের মধ্যে

OnePlus Ace 2 Pro স্মার্টফোনকে ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্স প্রদানের জন্য একাধিক উল্লেখযোগ্য ফিচারের সাথে নিয়ে আসা হয়েছে

গত ১৬ই আগস্ট OnePlus চীনে একটি নয়া ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট লঞ্চ করেছিল। যার নাম OnePlus Ace 2 Pro। সম্প্রতি চীনে এর প্রথম সেল অনুষ্ঠিত হয়। আর এই সেলে ফোনটি কেনার জন্য হুড়োহুড়ি বেঁধে যায় ক্রেতাদের মধ্যে। যেকারণে মাত্র ৩ মিনিটে এর সমস্ত ইউনিট বিক্রি হয়ে যায়। উল্লেখ্য, OnePlus Ace 2 Pro একটি দুর্দান্ত পারফরম্যান্স প্রদানকারী ফোন। এতে কোম্পানি প্রথমবার ২৪ জিবি র‌্যাম দিয়েছে।

সেলের প্রথম মাত্র ৩ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেল OnePlus Ace 2 Pro স্মার্টফোনের সমস্ত ইউনিট

OnePlus আজ একটি উইবো (Weibo) পোস্টে জানিয়েছে যে, OnePlus Ace 2 Pro স্মার্টফোনের জন্য আয়োজিত লাইভ সেল শুরু হওয়ার মাত্র ৩ মিনিটের মধ্যেই ২,০০,০০০ ইউনিট চোখের নিমেষে ‘সোল্ড আউট’ হয়ে গেছে। ক্রেতাদের থেকে এরকম প্রতিক্রিয়া পেয়ে সংস্থাটি যারপর নাই আনন্দিত বলে জানিয়েছে। পাশাপাশি OnePlus তাদের নয়া ফোনকে এভাবে সাপোর্ট করার জন্য প্রত্যেক ফ্যানদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছে পোস্টে।

OnePlus Ace 2 Pro স্মার্টফোনকে ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্স প্রদানের জন্য একাধিক উল্লেখযোগ্য ফিচারের সাথে নিয়ে আসা হয়েছে। যেমন এতে – Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন এবং ১৫০ওয়াট সুপারভুক ফাস্ট ওয়্যার্ড চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, দামের তুলনায় দুর্দান্ত ফিচার অফার করায় এই ফোনটির জন্য ক্রেতাদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরী হয়েছিল। যে কারণে সেল শুরুর ৩ মিনিটের মধ্যে সম্পূর্ণ স্টক শেষ হয়ে যায়।

OnePlus Ace 2 Pro এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস এস ২ প্রো স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ১.৫কে (২,৭৭২ x ১,২৪০ পিক্সেল) কার্ভড ওলেড ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১,৬০০ নিট লোকাল ব্রাইটনেস, ১০-বিট এইচডিআর ও ২,১৬০ পিডাব্লিউএম ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। ডিভাইসে সর্বাধিক ২৪ র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ মিলবে। আর নিরাপত্তার জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus Ace 2 Pro স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। তদুপরি কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ডুয়েল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাসের এই হ্যান্ডসেটে ১৫০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট ওয়্যার্ড চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি আছে। এর পরিমাপ ১৬৩.১x৭৪.২x৯ মিমি এবং ওজন ২১০ গ্রাম।