Calling Tab: ৫৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, ১০ হাজার টাকার কমে সেরা কলিং ট্যাব দেখে নিন

মানুষের মধ্যে অনলাইনে শিক্ষাগ্রহণ ও কর্মে নিযুক্ত হওয়ার চাহিদা যত উর্দ্ধমুখী হচ্ছে, ততই মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেটের মতো ডিভাইসগুলির বিক্রিবাট্টা আকাশছোঁয়া হচ্ছে। এক্ষেত্রে যারা স্মার্টফোনের তুলনায় বড়ো স্ক্রিন এবং ল্যাপটপের তুলনায় অধিক কম্প্যাক্ট তথা পোর্টেবল ডিভাইসের খুঁজে থাকেন, তারা মূলত ট্যাবলেট নামক ডিভাইসটিকেই বেছে নিচ্ছেন নিজেদের জন্য। কেননা, চাহিদা অনুরূপ ফিচার অফার করার পাশাপাশি সাশ্রয়ী প্রাইজ ট্যাগের সাথেও আসে ট্যাবলেট। এমনকি বর্তমানে এমন কয়েকটি ট্যাবলেট মডেল লঞ্চ করা হচ্ছে, যেগুলি 4G কানেক্টিভিটির সাথে আসার দরুন ভয়েস কলিং সাপোর্ট করে। আপনিও যদি নিজের জন্য এমনি একটি ভয়েস কলিং এনাবল ট্যাবলেট কিনতে চান, তাহলে আজ আমরা ই-কমার্স সাইট Amazon -এ উপলব্ধ এমন ৫টি সেরা মডেলের খোঁজ দেব, যেগুলিকে সর্বোচ্চ ৫৬% ডিসকাউন্ট সহ ১০,০০০ টাকার কমে পকেটস্থ করা যাবে। আসুন তাহলে এই তালিকাটি দেখে নেওয়া যাক এবার…

Amazon -এ ১০,০০০ টাকার নিচে উপলব্ধ ট্যাবলেটের তালিকা

Lenovo Calling Tab M8 2nd Gen Tablet : ৯,৯৯০ টাকা (৩৮% বা ৬,০১০ টাকা ডিসকাউন্ট)

স্লিক ও প্রিমিয়াম মেটালিক বডি ডিজাইনের সাথে আসা লেনোভোর এই ট্যাবলেটে একটি ৮ ইঞ্চির (১২৮০x৮০০ পিক্সেল) ভিভিড ৮³ IPS LCD ডিসপ্লে রয়েছে, যা ৩৫০ নিটস ক্যাপাসিটিভ ১০ পয়েন্ট মাল্টি-টাচ সাপোর্ট করে। উক্ত ট্যাবলেটে ২.০ গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক হেলিও এ২২ ট্যাব কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ভি৯ পাই অপারেটিং সিস্টেমে রান করে। স্টোরেজ হিসাবে উক্ত ডিভাইসে ২ জিবি ট্যাব কোয়াড কোর ও ৩২ জিবি স্টোরেজ বর্তমান। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এতে অটো ফোকাস ফিচার সমর্থিত একটি ৮ মেগাপিক্সেল রিয়ার সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। কানেক্টিভিটির জন্য লেনোভো আনীত এই ট্যাবলেটটি – ওয়াই-ফাই, সিঙ্গেল ন্যানো সিম স্লট ও 4G LTE নেটওয়ার্ক সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপসিটির লিথিয়াম-আয়ন ব্যাটারি আছে।

I KALL N9 3G Dual Sim Calling Tablet : ৪,২৯৯ টাকা (৩৯% বা ২,৭০০ টাকা ডিসকাউন্ট)

স্লিম ডিজাইনের আই ক্যাল এন৯ কলিং ট্যাবলেটটি ৭ ইঞ্চি (১০২৪x৬০০) ডিসপ্লে সহযোগে এসেছে। এটি অ্যান্ড্রয়েড ৬.০ দ্বারা চালিত। পারফরম্যান্সের জন্য এতে ১.৩ গিগাহার্টজ ক্লক রেটের কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে উক্ত ডিভাইসে ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি মেমরি পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ছবি ক্লিক করার জন্য এই ‘মেড-ইন-ইন্ডিয়া’ ট্যাবলেটে ২ মেগাপিক্সেল রিয়ার এবং ০.৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ৩,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বর্তমান।

FUSION5 4G Tablet : ৮,৮৯৯ টাকা (৫৬% বা ১১,১০০ টাকা ডিসকাউন্ট)

এটি একটি ৪জি সাপোর্টযুক্ত লেটেস্ট ট্যাবলেট মডেল, যা দুর্দান্ত কলিং অভিজ্ঞতা প্রদান করে। লাইটওয়েট ডিজাইনের এই ডিভাইসে একটি ৯.৬ ইঞ্চির এইচডি (১২৮০x৮০০ পিক্সেল) IPS ডিসপ্লে আছে। এটি অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। অর্থাৎ এতে আপনারা স্কাই গো থেকে শুরু করে নেটফ্লিক্সের মতো একাধিক অ্যাপ এবং হাই-এন্ড গেম অ্যাক্সেস করতে পারবেন। পারফরম্যান্সের জন্য এতে কোয়াড করে এ৫৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ উপলব্ধ। আবার ফটো তোলার জন্য পাওয়া যাবে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ও ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। কানেক্টিভিটির জন্য ফিউশন৫ ৪জি ট্যাবলেটে – ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, ডুয়েল ৪জি সিম স্লট, এফএম, জিএসএম (৮৫০/১৯০০মেগাহার্টজ) এবং জিপিএস অন্তর্ভুক্ত। এই ৪জি ট্যাবলেটের রিয়ার প্যানেলে স্ক্রাচ রেজিস্টেন্স কোটিং আছে, যার দরুন সহজে ডিভাইসে কোনো দাগ পড়বে না।

Lenovo Tab M7 (7-inch/17.78 cm, 2GB, 32 GB,Wi-fi+4G LTE) : ৮,৯৯৮ টাকা (৩৩% বা ৪,৫০২ টাকা ডিসকাউন্ট)

কম্প্যাক্ট ও লাইটওয়েট ডিজাইনের সাথে আসা লেনোভো ট্যাব এম৭ ট্যাবলেটে একটি ৭ ইঞ্চির (১০২৪x৬০০ পিক্সেল) টাচ-স্ক্রিন ডিসপ্লে প্যানেল আছে। এটি ১.৩ গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক এমটি৮৭৬৫ (MT8765) কোয়াড কোর প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ৯ পাই পাওয়া যাবে। স্টোরেজের কথা বললে, উক্ত ডিভাইসে রয়েছে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব। এই ট্যাবলেটের পেছনে একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা ও সেলফি তোলার জন্য ২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং শ্যুটার উপস্থিত। কানেক্টিভিটির কথা বললে, এতে ওয়াই-ফাই ও 4G LTE নেটওয়ার্কের সাপোর্ট পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবলেটে ৩,৫০০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম-পলিমার ব্যাটারি আছে।

Swipe Strike 8 Tablet : ৯,৯৯৯ টাকা (৪১% বা ৭,০০০ টাকা ডিসকাউন্ট)

প্রিমিয়াম লুকের সাথে আসা সুইপ স্ট্রাইক ৮ ট্যাবলেটে আছে একটি ৮ ইঞ্চি এইচডি (১২৮০x৮০০ পিক্সেল) IPS ইনসেল মাল্টি-টাচ ডিসপ্লে, যা ১৬মিলিয়ান কালার সাপোর্ট করে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১১ রেড ভেলভেট কেক এডিশন অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। স্টোরেজ হিসাবে এতে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম বর্তমান। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি ভয়েস কলিং সাপোর্ট সহ এসেছে। আপনারা ট্যাবলেট ব্যবহার করেই ফোন করতে পারবেন। ছবি তোলার জন্য ডিভাইসে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৫,০০০ এমএএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি।