Samsung ফোন ইউজারদের জন্য খারাপ খবর, ফ্রিতে সবসময় Galaxy AI ফিচার ব্যবহার করতে পারবেন না

Samsung-এর বিবৃতি অনুসারে, তারা ২০২৫ সালের পরে গ্যালাক্সি এআই ফিচারগুলি ব্যবহার করার জন্য ক্রেতাদের কাছ থেকে ন্যূনতম চার্জ নেবে

স্মার্টফোন সংস্থাগুলি প্রায়শই নতুন স্মার্টফোন লঞ্চ করে থাকে। ক্রেতাদের কথা চিন্তা করে তারা নয়া স্মার্টফোনে নিত্য নতুন ফিচারও যোগ করে থাকে। আর এই মুহুর্তের সবথেকে আলোচ্য ফিচার হচ্ছে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যদিও, এখনও পর্যন্ত কোনো সংস্থার নতুন স্মার্টফোনে এই ফিচার ব্যবহার করতে দেখা যায়নি। তবে, গত পরশু অর্থাৎ ১৭ই জানুয়ারি লঞ্চ হয়েছে Samsung Galaxy S24 সিরিজ। আর এই সিরিজের অধীনে এসেছে Galaxy S24 Ultra, Galaxy S24 Plus এবং Galaxy S24 ফোন তিনটি। আর এই সিরিজেই প্রথমবার AI ফিচার ব্যবহার করেছে Samsung।

বর্তমানে সংস্থাটি বিনামূল্যে ব্যবহারকারীদের এই এআই ফিচার ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে। তবে, Samsung-এর বিবৃতি অনুসারে, তারা ২০২৫ সালের পরে গ্যালাক্সি এআই ফিচারগুলি ব্যবহার করার জন্য ক্রেতাদের কাছ থেকে ন্যূনতম চার্জ নেবে। তাই, ২০২৫ সালের পর যে সমস্ত ব্যবহারকারীরা এই ফিচারগুলি ব্যবহার করতে চান তাদেরকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। যদিও, এই ফিচার ব্যবহার করার জন্য কত টাকা ফি হিসেবে দিতে হবে সেই বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Samsung Galaxy S24 সিরিজের স্মার্টফোনগুলিতে কোন কোন এআই ফিচার পাওয়া যাবে?

১) ক্লিক টু সার্কেল (Click to Circle)

এটি একটি আশ্চর্যজনক এআই ফিচার। এর মাধ্যমে কোনো ছবিতে উপস্থিত সাবজেক্টকে গোল করে দিলে, সেই বস্তুটির সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাবে।

২) লাইভ ট্রান্সলেট (Live Translate)

এই টুলের মাধ্যমে ফোন কল চলাকালীন রিয়েল টাইম ভয়েস এবং টেক্সট অনুবাদ করা যেতে পারে। অর্থাৎ, ব্যবহারকারীর যদি ইংরেজি বুঝতে অসুবিধে হয় তাহলে ডিভাইসটি কলারের ভাষা অনুবাদ করে দিতে পারে।

৩) ইন্টারপ্রিটার (Interpreter)

এই টুল ইনস্ট্যান্টলি লাইভ কনভারসেশন অনুবাদ করতে সক্ষম। এছাড়াও, ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি কি বলছে সেটি বোঝার জন্য, এটি স্প্লিট স্ক্রিন ভিউতেও দেখা যেতে পারে। উল্লেখ্য, এটি মোবাইল ডেটা এবং ওয়াইফাই উভয় ক্ষেত্রেই কাজ করতে সক্ষম।

৪) গ্যালাক্সি এডিটিং টুল (Galaxy Editing Tool)

এর মাধ্যমে ব্যবহারকারীরা ইরেজ, রি-কম্পোজ, রি-মাস্টারের মতো ফিচার ব্যবহার করতে পারবেন। এছাড়াও,এর মাধ্যমে ক্যাপচার করা ছবি জেনারেটিভ এআই ফিচারের সাথে আরও উন্নত করা যাবে।

৫) ভয়েজ রেকর্ডিং অ্যাসিস্ট (Voice Recording Assist)

এই এআই টুলে স্পিচ-টু-টেক্সট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে কোনো রেকর্ডিংকে ট্রানস্ক্রাইব এবং ট্রান্সলেট, দুই করা যাবে।