5G সাপোর্টের সাথে আজ লঞ্চ হচ্ছে Oppo F19 Pro সিরিজ, আগেই জেনে নিন দাম ও ফিচার

আজ ভারতে লঞ্চ হতে চলেছে Oppo F19 Pro সিরিজ। এই সিরিজে দুটি ফোন থাকবে Oppo F19 Pro+5G ও Oppo F19 Pro। এরপাশাপাশি Oppo Band Style ফিটনেস ট্র্যাকিং রিস্টব্যান্ডকেও আজ ভারতে আনবে চীনা ব্র্যান্ডটি। গত কয়েকমাস ধরেই অপ্পো এফ১৯ প্রো সিরিজের ফোনগুলির ছবি ও ফিচার ইন্টারনেটে ফাঁস করছিল টিপস্টাররা। এমনকি ই-কমার্স সাইট Amazon ও Flipkart থেকেও Oppo F19 Pro+5G ও Oppo F19 Pro এর ডিজাইন আমরা জানতে পেরেছি। আসুন অপ্পো এফ১৯ সিরিজের লঞ্চ ইভেন্ট, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই।

Oppo F19 Pro সিরিজ কখন লঞ্চ হবে

অপ্পো-র ওয়েবসাইট অনুযায়ী, ভারতে আজ সন্ধ্যা ৭ টা থেকে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল ইভেন্টে Oppo F19 Pro সিরিজের ওপর থেকে পর্দা সরানো হবে। এই ইভেন্ট কোম্পানির ইউটিউব চ্যানেল বা আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন (লিংক নিচে)। এছাড়াও Oppo India-র ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট থেকে এই ইভেন্টের লাইভ আপডেট পাওয়া যাবে।

https://www.youtube.com/watch?v=w8w50_X89T8

Oppo F19 Pro+5G, Oppo F19 Pro ও Oppo Band Style এর দাম (সম্ভাব্য)

টিপস্টার সুধাংশু জানিয়েছেন, ভারতে অপ্পো এফ১৯ প্রো+ ৫জি স্মার্টফোনের দাম ২৫,০০০ টাকার কাছাকাছি রাখা হবে। এই মূল্য হবে ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের।

আবার অপ্পো এফ১৯ প্রো স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ২০,০০০ টাকার কাছাকাছি।

এদিকে অপ্পো ব্যান্ড স্টাইল ২,৫০০ টাকার রেঞ্জে ভারতে আসতে পারে বলে আমাদের অনুমান। এটি ব্ল্যাক ও বেইজ কালারে পাওয়া যাবে।

Oppo F19 Pro+5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অপ্পো এফ১৯ প্রো প্লাস ৫জি ফোনটি ৬.৪-ইঞ্চি অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাযুক্ত ৪৫০০ এমএএইচ ব্যাটারি ও ট্রিপল রিয়ার ক্যামেরা (৬৪ + ৮ + ২) সহ আসতে পারে। এতে কালারওএস ১১ কাস্টম স্কিন থাকতে পারে।

Oppo F19 Pro এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অপ্পো এফ১৯ প্রো ফোনটির স্পেসিফিকেশনের কথা বললে এতে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পাঞ্চহোল ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর। এর পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়া, বাকি তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।

আবার Oppo F19 Pro ফোনটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে থাকবে ৪৩১০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিওরিটির জন্য এই ফোনের ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

Oppo Band Style এর স্পেসিফিকেশন

কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে অপ্পো ব্যান্ড স্টাইল ১.১ ইঞ্চি পিল শেপড অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে। আবার এতে আছে SpO2 সেন্সর। এই সেন্সর কোনো ব্যক্তির আট ঘন্টার ঘুমের মধ্যে ২৮,০০০ বার মনিটর করে শরীরের অক্সিজেন স্যাচুরেশন পরিমাপ করবে। এছাড়াও এই ফিটনেস ব্যান্ডে থাকবে স্লিপ মনিটরিং, হার্ট রেট মনিটরিং সিস্টেম।

শুধু তাই নয় , Oppo Band Style-১৩টি ইন বিল্ট ওয়ার্কআউট মোড সহ লঞ্চ হবে (দৌড়ানো, হাঁটা, সাইকেল চালানো, সাঁতার, ব্যাডমিন্টন, ক্রিকেট, যোগা ইত্যাদি)। এই ব্যান্ডকে কোম্পানির HeyTap Health অ্যাপের সাথেও সংযুক্ত করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন