Realme Q5 সিরিজের ফোনে থাকবে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, লঞ্চের আগে দেখা গেল TENAA সার্টিফিকেশন সাইটে

Realme আগামী কয়েক মাসের মধ্যে একাধিক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। যার মধ্যে Realme 9 সিরিজ, C সিরিজ ও Q সিরিজের ফোন সামিল থাকবে। এদের মধ্যে একটি ফোনের মডেল নম্বর রাখা হয়েছে RMX3357। সম্প্রতি এই ফোনটি TENAA অথোরিটি থেকে ছাড়পত্র পেয়েছে। এখান থেকে ফোনটির ডিজাইন ও ফিচার জানা গেছে। এদিকে টিপস্টাররা দাবি করেছেন, RMX3357 মডেল নম্বরের ফোনটি Realme Q5 সিরিজের অধীনে বাজারে আসবে।

Realme Q5 সিরিজের ফোন সম্পর্কে কী কী তথ্য উঠে এল

টেনা সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, রিয়েলমি কিউ৫ সিরিজের এই ফোনে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২,৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল। এতে ৯০ হার্টজ/১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। রিয়েলমি কিউ৫ সিরিজের এই ফোনের পরিমাপ ১৫৯ x ৭৩ x ৮.৪মিমি এবং ওজন ১৮৬ গ্রাম।

আশা করা হচ্ছে এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার ফোনে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফটোগ্রাফির জন্য Realme Q5 সিরিজের এই ফোন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল লেন্স ও ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কাস্টম স্কিনে চলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন