সবথেকে সস্তা Samsung Galaxy A13 5G ফোন কেমন দেখতে হবে? ফাঁস হল কনসেপ্ট রেন্ডার

কমবেশি আমরা এখন সবাই জেনে গেছি যে, Samsung তাদের সবচেয়ে সস্তা 5G ফোন হিসেবে Galaxy A13 এর উপর কাজ করছে। এই ফোনটি Galaxy A12 এর উত্তরসূরী হবে। এর আগে Galaxy A22 5G ছিল কোম্পানির সবথেকে কমদামি 5G ফোন। তবে সে তকমা শীঘ্রই ছিনিয়ে নেবে আসন্ন A সিরিজের ফোনটি। আজ এই ফোনের একটি কনসেপ্ট রেন্ডার সামনে এনেছে LetsGoDigital। যেখান থেকে আপকামিং Samsung Galaxy A13 5G এর ডিজাইন সহ স্পেসিফিকেশন জানা গেছে।

Samsung Galaxy A13 5G এর কনসেপ্ট রেন্ডার থেকে কী কী তথ্য উঠে এসেছে

স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনে থাকতে পারে ৬.৪৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি, এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার ডিসপ্লের ডিজাইন হবে ওয়াটার ড্রপ নচ, যার মধ্যে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা‌ পাওয়া যেতে পারে।

ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর লম্বালম্বি সাজানো থাকবে। পাশে দেখা যাবে এলইডি ফ্ল্যাশ। স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনের এই তিনটি রিয়ার ক্যামেরা হবে এফ/ ২.০ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল ISOCELL JN1 প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

আশা করা হচ্ছে Samsung Galaxy A13 5G ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটি পাবে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy A13 5G চারটি কালারে আসতে পারে- রেড, ব্ল্যাক, হোয়াইট ও ব্লু। এর দাম রাখা হবে ১৫,০০০ টাকার কম। ফোনটি চলতি মাসের শেষে বা আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন