Tecno Pop 6 Pro: বড় ডিসপ্লে ও ৫০০০ mAh ব্যাটারির বাজেট ফোন আনছে টেকনো, থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা

বাজেট স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তাদের Pop সিরিজের অধীনে গত জুন মাসে Tecno Pop 6 হ্যান্ডসেটটি বাজারে উন্মোচন করে। ইদানিং শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি এই সিরিজের Pro মডেলটিকেও বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর আজ (১৭ সেপ্টেম্বর) অবশেষে টেকনো তরফে ঘোষণা করে নিশ্চিত করা হয়েছে যে, Tecno Pop 6 Pro শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করবে। এর পাশাপাশি, হ্যান্ডসেটটির জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজও জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-এ লাইভ হয়েছে। ল্যান্ডিং পেজটি আসন্ন হ্যান্ডসেটের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। জানা যাচ্ছে, Tecno Pop 6 Pro ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট যুক্ত এইচডি+ ডিসপ্লের সাথে আসবে। এছাড়া, এই আপকামিং ডিভাইসে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইটের সাথে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপও থাকবে। ল্যান্ডিং পেজে আসন্ন Tecno Pop 6 Pro সম্পর্কে আর কি কি তথ্য প্রকাশিত হয়েছে, চলুন তা জেনে নেওয়া যাক।

Amazon-এ লাইভ হল Tecno Pop 6 Pro-এর ল্যান্ডিং পেজ

টেকনো আজ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ঘোষণা করেছে যে, টেকনো পপ ৬ প্রো শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। এছাড়াও কোম্পানি জানিয়েছে যে, আসন্ন স্মার্টফোনটি অ্যামাজনের মাধ্যমে এদেশে বিক্রির জন্য উপলব্ধ হবে। টেকনো দাবি করেছে যে, নতুন ফোনটি কিনতে গ্রাহকদের পকেটে একেবারেই টান পড়বে না, যা ইঙ্গিত করছে যে, এটি একটি বাজেট হ্যান্ডসেট হতে চলেছে।

এদিকে, টেকনো পপ ৬ প্রো-এর জন্য অ্যামাজন (Amazon)-এ একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজও ইতিমধ্যেই লাইভ হয়েছে, যা আসন্ন স্মার্টফোনের কিছু মূল স্পেসিফিকেশন সামনে এনেছে। ল্যান্ডিং পেজ অনুযায়ী, এই নতুন টেকনো ফোনে এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৫৬ ইঞ্চির ডট নচ ডিসপ্লে থাকবে। হ্যান্ডসেটটিতে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট সহ একটি ৮ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আবার, ফোনের সামনে এলইডি ফ্ল্যাশ সহ একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। এতে পোর্ট্রেট মোড ফটোগ্রাফি ফিচারটিও মিলবে।

এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Pop 6 Pro ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। কোম্পানির দাবি, এই ব্যাটারিটি ব্যবহারকারীদের ৪২ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করবে। হ্যান্ডসেটটি পিসফুল ব্লু এবং পোলার ব্ল্যাক- এই দুই কালার অপশনে পাওয়া যাবে। তবে, টেকনো এখনও পর্যন্ত নতুন ফোনটির মূল্য এবং এর লঞ্চের তারিখ প্রকাশ করেনি।

উল্লেখ্য, Tecno Pop 6 Pro-এর পূর্বসূরি Pop 5 Pro এবছর জানুয়ারি মাসে ভারতে ৮,৪৯৯ টাকা মূল্যে লঞ্চ হয়। হ্যান্ডসেটটিতে এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৫২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। টেকনো দাবি করেছে যে, এর ডিসপ্লেটি ৪৮০ নিট পিক ব্রাইটনেস প্রদান করতে সক্ষম। এটিতে একটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপও রয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Pop 5 Pro ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে।