iQOO U5 5G ডুয়েল রিয়ার ক্যামেরা সহ Redmi Note 11 কে টেক্কা দিতে লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন

iQOO একপ্রকার চুপিচুপি তাদের নতুন U সিরিজের ফোন, iQOO U5 5G চীনে লঞ্চ করল। এই ফোনটি iQOO U3 এর উত্তরসূরী হিসেবে এসেছে। নতুন এই ফোনে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা। আবার এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনটি Redmi Note 11 5G এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আইকো ইউ৫ এর দাম (iQOO U5 5G Price)

আইকো ইউ৫ এর দাম এখনও জানা যায়নি। তবে ফোনটি ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এটি ডার্ক ব্লু, ম্যাজিক ব্লু, ও সিলভার হোয়াইট কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। আগামী ২৪ ডিসেম্বর থেকে JD.com-এর মাধ্যমে ফোনটির প্রি-অর্ডার শুরু হবে।

আইকো ইউ৫ এর স্পেসিফিকেশন (iQOO U5 5G Specifications)

আইকো ইউ৫ ফোনে আছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ডিজাইন ওয়াটার ড্রপ নচ। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১১ বেসড আইকো ইউআই ১.০।

ফটোগ্রাফির জন্য iQOO U5 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।