Maruti Fronx CNG: নতুন গাড়ির সিএনজি ভার্সন লঞ্চ করে চমকে দিল মারুতি, 28.51 কিমির দুর্দান্ত মাইলেজ

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (Maruti Suzuki India Limited) ভারতে তাদের নতুন এইউসিভি (SUV) Fronx-এর S-CNG ভার্সন লঞ্চের ঘোষণা করল। এটি দুটি ভ্যারিয়েন্টে এসেছে – সিগমা এবং ডেল্টা। এদের দাম যথাক্রমে ৮.৪২ লক্ষ টাকা ও ৯.২৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। সংস্থার প্রিমিয়াম রিটেল চ্যানেল নেক্সা (Nexa)-র মাধ্যমে গাড়িটি বিক্রি করা হবে।

Maruti Suzuki Fronx S-CNG লঞ্চ হল

আবার Fronx S-CNG মান্থলি সাবস্ক্রিপশন প্ল্যান সহ কেনার বিকল্প রেখেছে মারুতি সুজুকি। প্রতি মাসে নূন্যতম ২৩,২৪৮ টাকায় গাড়িটির মালিকানা গ্রহণ করা যাবে। এতে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সহ একাধিক আকর্ষণীয় রঙের বিকল্প। পরিবেশবান্ধব উপায়ে পথ চলার জন্য তৈরি গাড়িটিতে রয়েছে ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, রিভার্স পার্কিং সেন্সর, স্মার্ট প্লে প্রো ইনফোটেনমেন্ট সিস্টেম সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

এগিয়ে চলার শক্তি জোগাতে ফ্রঙ্কস-এর সিএনজি ভার্সনে উপলব্ধ রয়েছে ১.২ লিটার K-সিরিজ ডুয়েলজেট, ডুয়েল ভিভিটি ইঞ্জিন। সিএনজি মোডে যা থেকে ৬,০০০ আরপিএম গতিতে ৭৭.৫ পিএস শক্তি ও ৪,৩০০ আরপিএম গতিতে ৯৮.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। সংস্থার পোর্টফোলিওর লেটেস্ট মডেল হিসেবে Fronx S-CNG সবচেয়ে বেশি মাইলেজ প্রদান করবে। এক কেজি জ্বালানিতে এটি চলবে ২৮.৫১ কিলোমিটার পথ।

Fronx S-CNG হাজির করার প্রসঙ্গে সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিক (সেলস অ্যান্ড মার্কেটিং) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, “আধুনিক প্রজন্মের ব্যাপক রোড প্রেজেন্স যুক্ত Fronx S-CNG সেই সমস্ত ক্রেতাদের লক্ষ্য করে আনা হয়েছে, যারা স্টাইলিংয়ের পাশাপাশি পরিবেশ সতেজ রাখার বিষয়টিও গুরুত্বের চোখে দেখেন। এবছর অটো এক্সপো-তে আত্মপ্রকাশের পর Fronx এখনও পর্যন্ত ব্যাপক সাড়া পেয়েছে। এতে রয়েছে স্পোর্টি ডিজাইন, অ্যাডভান্সড পাওয়ারট্রেন এবং প্রিমিয়াম টেকনোলজি।”

শ্রীবাস্তব যোগ করেন, “আমরা ২০১০-এ সিএনজি মডেল প্রথম লঞ্চ করেছিলাম। তখন থেকে এখনও পর্যন্ত ১৪ লাখের বেশি এস-সিএনজি মডেল বিক্রি করেছি। যা আমাদের প্রযুক্তির প্রতি ক্রেতাদের ভরসা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করে। Fronx S-CNG যে আমাদের সিএনজি-র বাজারে মার্কেট শেয়ার বাড়াতে পারবে, সে বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। বর্তমানে আমাদের পোর্টফোলিওতে ১৫টি সিএনজি মডেল রয়েছে, যেগুলি দেশের মধ্যে সেরা।”