স্মার্টফোন ব্যবহারকারীরা এক্ষুনি আপডেট করুন Google Chrome, জানুন কেন

উপলব্ধ আর পাঁচটি ওয়েব ব্রাউজারের মতো Google Chrome নিজেও সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতার উর্ধ্বে নয়। আসলে বর্তমানে ইন্টারনেটের দুনিয়া অসংখ্য ক্ষতিকারক আক্রমনকারীদের দ্বারা পূর্ণ। সুযোগ পেলেই এই আক্রমণকারীরা ডিভাইসের নিরাপত্তাকে বিঘ্নিত করে আমাদের গোপন তথ্য হাতিয়ে নিতে পারে। আর সেই কারণেই গুগল ক্রোমের(Google Chrome) মতো ব্রাউজার প্রস্তুতকারকেরা নিত্য নতুন আপডেট রোল-আউটের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার চেষ্টা করেন। সম্প্রতি গুগল ক্রোমে এমনই কিছু নিরাপত্তাজনিত ত্রুটি লক্ষ্য করা যায়। মূলত কিছু বাগ সমস্যার থেকেই এই ত্রুটি প্রকাশ্যে আসে। ডিভাইসের সুরক্ষা ব্যবস্থার ফাঁকফোকরের সন্ধান পেয়ে পূর্বোক্ত আক্রমণকারীরা ক্রোম ব্যবহারকারীদের নানাভাবে নাকাল করে। যদিও ক্রোমের নতুন আপডেটে গুগল এই সমস্যার অনেকটাই সমাধান করে ফেলেছে। অতএব ব্যবহারকারীদের পক্ষে অবিলম্বে ক্রোমের এই নতুন ভার্সন ডাউনলোড করা সমীচীন হবে।

ক্রোমের নতুন সংস্করণে গুগল যে সিকিউরিটি সংক্রান্ত দুর্বলতাগুলিকে দূর করার চেষ্টা করেছে, Android Police এর প্রতিবেদনে সেই সংবাদ প্রথম প্রকাশ্যে আসে। অ্যান্ড্রয়েড ডিভাইসের পাশাপাশি গুগল ক্রোমের ওয়েব ভার্সনের জন্যেও নতুন আপডেট সামনে আনা হয়েছে। উভয় প্ল্যাটফর্মের ক্ষেত্রেই নয়া ভার্সনটিকে 91.0.4472 নামে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য সংস্করণ ডাউনলোড না করলে গুগল ক্রোম ব্যবহারকারীরা তাদের ডিভাইসের সিকিউরিটি সংক্রান্ত ত্রুটিগুলিকে সংশোধন করতে পারবে না বলে Android Police সাফ জানিয়ে দিয়েছে।

এবিষয় জেনে রাখা ভালো যে গোপন আক্রমণকারীরা ঠিক কিভাবে ক্রোমের নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি চিহ্নিত করে ডিভাইসগুলিকে আক্রান্ত করছে, সে ব্যাপারে গুগল এখনও নীরব। দুজন সিকিউরিটি গবেষকের দাবী মূলত মেমোরিঘটিত ত্রুটির কারণেই ক্রোমের পুরোনো সংস্করণগুলি আক্রান্ত হচ্ছে। ফলে আক্রমণকারীরা সহজেই ইউজারের ডিভাইসে প্রবেশ করে বিভিন্ন ক্ষতিকারক কোড রান (run) করাতে সক্ষম হচ্ছে। Android Police -এর বক্তব্য, গুগল আসলে অধিকাংশ ব্যবহারকারীর নতুন আপডেট ইনস্টলের অপেক্ষায় রয়েছে। তারপরেই নাকি তাদের পক্ষ থেকে আক্রমণকারীর ব্যাপারে সমস্ত কিছু খোলসা করে বলা সম্ভব হবে।

তাহলে বুঝতেই পারছেন যে ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করতে অবিলম্বে গুগল ক্রোমের নয়া সংস্করণ ডাউনলোড করাটাই আপাতত উচিত কর্তব্য। অ্যান্ড্রয়েড ডিভাইসে এই আপডেট ইনস্টলের জন্য গুগল প্লে-স্টোরে গিয়ে উপরের প্রোফাইল পিকচারের স্থানে ক্লিক করতে হবে (যারা প্লে-স্টোরের পুরোনো সংস্করণ ব্যবহার করছেন, তারা এর বদলে হ্যামবার্গার মেনুতে ক্লিক করবেন)। এরপর Manage Apps & Devices সেকশনে গিয়ে নয়া আপডেট ডাউনলোড এবং ইনস্টল করা যাবে।

কম্পিউটারের ক্ষেত্রে ইউজার স্ক্রীনের উপরে, ডানদিকে থ্রি-ডট মেনুতে ক্লিক করবেন। এরপর Help বিকল্প চয়ন করে তিনি সহজেই ক্রোমের নতুন আপডেট ইনস্টল করতে পারবেন। Android Police জানিয়েছে, Chromebook ব্যবহারকারীরাও আলোচ্য সিকিউরিটি দুর্বলতার শিকার হয়েছেন। তাদের জন্যেও গুগল Chrome OS 91 -এর নতুন সংস্করণ আনতে পারে, যা তাদের সমস্যা থেকে উদ্ধার পেতে সাহায্য করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন