দিন দুপুরে Ola-র ইলেকট্রিক স্কুটারে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলকে ডাক

ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা মানুষের কাছে নতুন নয়। গত বছর গরম পড়ার পর থেকে একের পর এক বৈদ্যুতিক স্কুটারে আগুন ধরে যাওয়ার খবর সামনে আসতে শুরু করে। এখনও এর ধারা অব্যাহত। সম্প্রতি মহারাষ্ট্রের পুণেতে ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যাওয়ার নতুন ঘটনার খবর সামনে এসেছে। যদিও অগ্নিকাণ্ডের আসল কারণ এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, খোলা বাজারের যন্ত্রাংশ ব্যবহারের ফলে এই অঘটন।

Ola-র ইলেকট্রিক স্কুটারে আগুন

সূত্রের খবর, পুণের ডি ওয়াই পাটিল কলেজের কাছে একটি Ola S1 ই-স্কুটারে আগুন ধরে যায়। বাঁচোয়া যে, এই দুর্ঘটনায় কোন হতাহতের খবরাখবর মেলেনি। এই সম্পূর্ণ দুর্ঘটনার কথা ভিডিও সহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও অল্প সময়ের মধ্যেই দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার কথা ওলার নজর এড়ায়নি। এক অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে সংস্থা জানিয়েছে, স্কুটারে খোলা বাজারের যন্ত্রাংশ ব্যবহারের জন্য শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। যদিও স্কুটারে আদৌ এমন কোন সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল কিনা সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য জানা যায়নি।

এই প্রসঙ্গে ওলা জানিয়েছে, “২৮ অক্টোবর পুণেতে আমাদের একটি স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনার কথা জেনেছি। ক্রেতার কোন ক্ষয়ক্ষতি হয়নি। তিনি সুরক্ষিত রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্কুটারে বাজারচলতি সরঞ্জাম ব্যবহারের ফলে শর্ট সার্কিটের থেকেই আগুন লাগে। আমরা আরও জেনেছি যে, গাড়ির ব্যাটারি অক্ষত এবং কার্যকর রয়েছে।”

এমনকি ওলা এও জানায়, “যানবাহনের সুরক্ষা এবং গুণগতমান আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ক্রেতাদের কাছে স্কুটারে কেবলমাত্র জেনুইন স্পেয়ার পার্টস এবং অ্যাক্সেসরিজ ব্যবহার করার জন্য আবেদন জানাচ্ছি। কোন সমস্যা হলে যেন ক্রেতারা নিকটবর্তী ওলা এক্সপেরিয়েন্স সেন্টার অথবা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করেন।” প্রসঙ্গত, এর আগে পুণের ধানোরি এলাকায় একটি Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারে আগুন ধরার খবর সামনে এসেছিল।