Oppo Reno 7 5G এর আজ থেকে সেল শুরু, প্রথমদিনে রয়েছে আকর্ষণীয় অফার

চলতি মাসের শুরুতেই Oppo Reno 7 Pro এর সাথে ভারতে লঞ্চ হয়েছিল Oppo Reno 7 5G। এরপর ফোনটির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়। তবে আজ থেকে ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। রাত ১২টা থেকে ই-কমার্স সাইট Flipkart ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এই ফোনের সাথে ১০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। Oppo Reno 7 5G‌ ফোনে আছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

Oppo Reno 7 5G দাম ও সেল অফার

ওপ্পো রেনো ৭ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৮,৯৯৯ টাকা। ফোনটি স্টারলাইট ব্ল্যাক ও স্টারট্রেইলস ব্লু কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

লঞ্চ অফার হিসেবে ওপ্পো রেনো ৭ ৫জি ফোনের উপর Axis Bank, Bank of Baroda, Standard Chartered Bank-এর কার্ডধারীরা ১০ শতাংশ ছাড় পাবেন। আবার ফোনটি ৬ মাসের নো কস্ট ইএমআই অপশনে কেনা যাবে। এছাড়া ফ্লিপকার্ট এই ফোনের সাথে Oppo Enco M32 ইয়ারফোন ১,৭৯৯ টাকার বদলে ১,৩৯৯ টাকায় কেনার সুযোগ দেবে।

Oppo Reno 7 5G স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ৭ ৫জি ফোনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর। ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ওপ্পো রেনো ৭ ৫জি অ্যান্ড্রয়েড ১১ নির্ভর কালারওএস ১২ কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ৩ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লের পাঞ্চ-হোলের ভিতরে উপস্থিত ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Oppo Reno 7 5G ফোনে দেওয়া হয়েছে ৬৫ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। নিরাপত্তার জন্য এতে উপলব্ধ ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।