Realme GT 5G Special Master Edition দুর্দান্ত ডিজাইন সহ শীঘ্রই বাজারে আসছে

স্পেসিফিকেশনের পাশাপাশি নান্দনিক দিক থেকেও স্মার্টফোনকে আকর্ষণীয় করে তোলার জন্য ব্র্যান্ডগুলি চেষ্টার ত্রুটি রাখে না। সে জন্যই মাঝেমাঝে বিখ্যাত ডিজাইনারদের সাথে যৌথ উদ্যোগে স্মার্টফোন লঞ্চ করার খবর আমরা শুনতে পাই। Realme এমনই এক ব্র্যান্ড যারা জাপানের বিখ্যাত ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার (Naoto Fukasawa) সঙ্গে যৌথ ভাবে Special Master Edition বলে লিমিটেড এডিশন স্মার্টফোন বাজারে এনেছে। বিখ্যাত ওই নকশাকার এবং রিয়েলমির যুগলবন্দিতে আমরা Realme X, Realme X2 Pro, এবং Realme X50 Pro এর স্পেশাল মাস্টার এডিশন স্মার্টফোন লঞ্চ হতে দেখেছি। আবার আজ, এক টিপস্টার দাবি করছেন, Realme GT স্মার্টফোনটির Special Master Edition নিয়ে কোম্পানি কাজ করছে।

গতকাল, রিয়েলমির সিএমও জু কিউ (Xu Qi) একই ফ্রেমে নিজের, নাওতো ফুকাসাওয়া, এবং রিয়েলমির কয়েকজন এগজিকিউটিভের ছবি উইবোতে ভাগ করে নিয়েছিলেন। যা ইঙ্গিত করেছিল, স্পেশাল মাস্টার এডিশন ডিজাইন করার জন্য রিয়েলমি এবং ফুকাসাওয়া ফের একবার যৌথ ভাবে কাজ করছে। তবে কোন স্মার্টফোনের মাস্টার এডিশন আসছে? চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আজ সে প্রশ্নেরই উত্তর দিলেন।

ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, রিয়েলমির আপকামিং প্রোডাক্ট Realme X9 সিরিজ নয়। কোম্পানি এখন Realme GT 5G Special Master Edition লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে। প্রতিবারের মতো এবারও স্পেশাল মাস্টার এডিশন স্মার্টফোন ডিজাইনের জন্য রিয়েলমি নাওতো ফুকাসাওয়ার সঙ্গে জোট বেঁধেছে।

Realme GT 5G Special Master Edition বিশেষত্ব

রিয়েলমি জিটি ৫জি স্পেশাল মাস্টার এডিশন স্মার্টফোনের স্পেসিফিকেশন হুবহু অরিজিনাল রিয়েলমি জিটি ৫জি-এর মতোই হবে। তবে নতুন কালার অপশন এবং ফুকাসাওয়ার ডিজাইন করা নয়া ব্যাক প্যানেল লিমিটেড এডিশন স্মার্টফোনটির প্রধান বিশেষত্ব হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন