Google Meet আনছে ভিডিও লক ও ইউটিউব লাইভ স্ট্রিম লাইভ ট্রান্সলেট সহ একগুচ্ছ নতুন ফিচার

প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে, অতিমারীর কারণে গৃহবন্দী মানুষের পড়াশোনা বা কাজকর্ম সচল রাখার সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে Google Meet (গুগল মিট)। আর ইউজারদের এই ভরসার বিনিময়ে Google-এর এই ভিডিও কলিং প্ল্যাটফর্মটিও একের পর এক নতুন ফিচার এনে চলেছে। সেক্ষেত্রে এবার মূলত অনলাইন পঠনপাঠনের সুবিধার্থে Google Meet-এ আরো নতুন ফিচার জুড়তে চলেছে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক ‘দ্য এনি-হোয়্যার এনিওর স্কুল ২০২১’ নামক অনলাইন ইভেন্টে টেক জায়ান্টটি ঘোষণা করেছে যে, আগামী দিনে মিটে নতুন শিক্ষা-কেন্দ্রিক ফিচার জুড়ছে। রিপোর্ট অনুযায়ী, এই ফিচারগুলির সাহায্যে মডারেটর এবং অ্যাডমিনরা ‘ভিডিও লক’ ফিচারের মত আরো নিয়ন্ত্রণ তো পাবেনই, পাশাপাশি ব্রেকআউট রুমের অংশগ্রহণকারীদের মূল মিটিংয়ে ফিরিয়ে আনা এবং ইনভেস্টিগেশন টুল থেকে যে কোন মিটিং শেষ করা যাবে। শুধু তাই নয়, আগামী দিনে গুগল মিটের ভিডিও কলগুলিতে YouTube লাইভ স্ট্রিমিং, হ্যান্ড রেইজিং ফিচারে উন্নতি, মাল্টিপল হোস্ট সাপোর্ট ইত্যাদি ফিচারও উপলব্ধ হবে বলে জানা গিয়েছে।

Google Meet ভিডিও কলিং প্ল্যাটফর্মে আসছে একগুচ্ছ নতুন ফিচার

প্রথমেই বলি গুগল মিট এর আসন্ন ভিডিও লক ফিচারের কথা। এই ফিচারে মডারেটররা কোনো নির্দিষ্ট অংশগ্রহণকারীকে ভিডিও একেবারে অফ রাখা থেকে বিরত করতে সমর্থ হবেন। অন্যদিকে, কয়েকদিন আগে চালু হওয়া হ্যান্ড-রাইজ ফিচারে কিছু পরিবর্তন আসায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অপশন মারফত হাত তুললে একটি নোটিফিকেশন প্রদর্শিত হবে, যাতে কে কখন হাত তুলেছে জানা যাবে। একইভাবে কোনো হাত তোলা শিক্ষার্থী কথা বলা শেষ করলে তাদের হাত স্বয়ংক্রিয়ভাবে নীচে নেমে আসবে।

এছাড়া আগামী মাসগুলিতে, গুগল মিট ব্যবহারকারীরা লাইভ স্ট্রিমের সময় ক্লোজ ক্যাপশন ব্যবহার করতে সক্ষম হবেন এবং সরাসরি ইউটিউবে সার্বজনীন লাইভ স্ট্রিম হোস্ট করতে সক্ষম হবেন। এক্ষেত্রে ইউটিউব লাইভ স্ট্রিমের দরুন প্রতিষ্ঠানের বাইরের যে কেউ ক্লাসে অংশ নিতে পারবে। শুধু তাই নয়, ২০২২ সালের গোড়ার দিকে টিচিং অ্যান্ড লার্নিং আপগ্রেড বা এডুকেশন প্লাস সহ অন্যান্য একাধিক ফিচার এবং রিয়েল টাইম ক্যাপশন সাপোর্ট চালু হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এছাড়া কিছুদিন পর Google Meet ব্যবহারকারীরা অংশগ্রহণকারীদের কয়েকজনকে সামনে বা সেন্টারে পিন করার ক্ষমতাও পাবেন। অতিরিক্তভাবে চালু হবে মাল্টিপল হোস্ট সাপোর্ট এবং ব্রেকআউট পার্টিসিপেন্ট কন্ট্রোল, যা কোনো সেশন পরিচালনা করতে সহায়তা করবে। মিলবে এন্ড মিটিং ফর এভরিওয়ান এবং মিউট এভরিওয়ান অপশনও। তদুপরি Google Classroom-এও অ্যাসিস্ট্যান্ট টিচার হোস্ট, অটোমেটিক মিটিং জয়েন এবং ওয়েটিং রুমের মত ফিচার যুক্ত হবে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন