মধ্যবিত্তের বাজারে এল Asus এর Zenbook ও Vivobook সিরিজের চারটি ল্যাপটপ

Asus তার Zenbook এবং Vivobook সিরিজের চারটি নতুন ল্যাপটপ ভারতে লঞ্চ করলো৷ ZenBook 14 (UX425), VivoBook Ultra K15 (K513), VivoBook Ultra 15 (X513), এবং VivoBook Ultra 14 (X413) মডেলের এই নতুন ল্যাপটপগুলি ইন্টেলের লেটেস্ট ইলেভেনথ জেন প্রসেসর এবং আল্ট্রা-স্লিম ডিজাইনের সাথে এসেছে৷ এছাড়াও এই ল্যাপটপগুলি ২১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।

Zenbook 14 (UX425)-এর দাম ও স্পেসিফিকেশন

ভারতে Zenbook 14 (UX425)-এর দাম শুরু হচ্ছে  ৮২,৯৯০ টাকা থেকে৷ এটি অনলাইন বা অফলাইন দু’ভাবেই কিনতে পারবেন৷ আসুস এক্সক্লুসিভ স্টোর, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, অ্যামাজন এবং ফ্লিপকার্টে ল্যাপটপটি উপলব্ধ হবে৷ এটি পাইন গ্রে কালার অপশানে পাওয়া যাবে৷

Zenbook 14 (UX425) ল্যাপটপে ১৪ ইঞ্চি ন্যানোএজ ফুল-এইচডি প্লাস ব্যাকলিট এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে৷ যার স্ক্রিন টু বডি রেশিও ৯০ শতাংশ এবং ব্রাইটনেস ৩০০ নিটস৷ এটি উইন্ডোজ টেন হোম অপারেটিং সিস্টেমে চলবে৷ ল্যাপটপটি ইনটেল ইলেভেনথ জেন i5-1135G7 প্রসেসর ও i7-1165G7 প্রসেসর ভ্যারিয়েন্টে পাওয়া যাবে৷ এতে পাবেন ইন্টেল Iris Xe গ্রাফিক্স এবং ১৬ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত  PCIe 3.0 x2 NVMe এসএসডি স্টোরেজ কনফিগারেশন৷

ডায়মন্ড-কাট অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি এই ল্যাপটপের ওজন মাত্র ১.১৩ কেজি৷ ফলে এটি সহজেই বহনযোগ্য৷ ব্যবহারকারীকে দুর্দান্ত টাইপিং অভিজ্ঞতা দেওয়ার জন্য এতে এর্গো লিফ্ট কব্জা রয়েছে৷ এই ল্যাপটপের ব্যাটারি ক্যাপাসিটি ৬৭ Wh৷ ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত এই ব্যাটারি মাত্র ৪৯ মিনিটেই ৬০ শতাংশ চার্জ হয়ে যায়৷ Asus দাবি করেছে, Zenbook 14 (UX425) ল্যাপটপের ব্যাটারি লাইফ প্রায় ২১ ঘন্টা৷

কানেক্টিভিটি অপশান হিসেবে এই ল্যাপটপে পাবেন দুটি থান্ডারবোল্ট ৪ ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ পোর্ট, এইচডিএমআই ২.০ পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.o, এবং মাইক্রো এসডি কার্ড রিডার৷ এছাড়া এই ল্যাপটপে রয়েছে এইচডি ইনফ্রারেড ওয়েবক্যাম৷ এতে উইন্ডোজ হেলো সাপোর্ট করায় ফেস রিকগনিশনের মাধ্যমে লগইন করার সুবিধা পাওয়া যাবে৷

Vivobook Ultra K15 (K513)-এর স্পেসিফিকেশন ও দাম

এই ল্যাপটপে পেয়ে যাবেন ১৫.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ব্যাকলিট ডিসপ্লে৷ এটি উইন্ডোজ টেন হোম অপারেটিং সিস্টেমে চলবে৷ এর i3 ভ্যারিয়েন্টে পাবেন ইনটেল ইউএইচডি গ্রাফিক্স, i5 মডেলে আছে ইনটেল Iris Xe গ্রাফিক্স, এবং i7 ভ্যারিয়েন্টে পাওয়া যাবে Nvidia MX330 গ্রাফিক্স৷ স্টোরেজ অপশান হিসেবে এই ল্যাপটপে থাকবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ১ টিবি পর্যন্ত এইচডিডি, এবং ৫১২ জিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ৷

কানেক্টিভিটি অপশান হিসেবে এই ল্যাপটপে আছে, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫, ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ পোর্ট, ইউএসবি ২.০ পোর্ট, এইচডিএমআই ১.৬ পোর্ট, হেডফোন জ্যাক, এবং মাইক্রো এসডি কার্ড রিডার৷ ১.৭ কেজি ওজনের এই ল্যাপটপে দেওয়া হয়েছে ৪২ Wh ক্যাপাসিটির লিথিয়াম-আয়ন ব্যাটারি৷

এই ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৪২,৯৯০ টাকা থেকে৷ এটি হার্টলি রেড, ট্রান্সপ্যারেন্ট সিলভার, এবং ইন্ডি ব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ৷ আসুস এক্সক্লুসিভ স্টোর, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে ল্যাপটপটি পাওয়া যাবে৷

Asus VivoBook Ultra 15 (X513), এবং VivoBook Ultra 14 (X413)-এর স্পেসিফিকেশন ও দাম

এই দুই ল্যাপটপের স্পেসিফিকেশন প্রায় একই তবে স্ক্রিন সাইজে পার্থক্য আছে৷ VivoBook Ultra 15 (X513) ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ব্যাকলিট ডিসপ্লে৷ অপরদিকে VivoBook Ultra 14 (X413)-তে দেওয়া হয়েছ ১৪ ইঞ্চি ডিসপ্লে৷ দুটি ল্যাপটপেই পাবেন ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ১ টিবি পর্যন্ত এইচডিডি, এবং ৫১২ জিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ৷ এছাড়া এতে ইনটেল i7-1165G7 পর্যন্ত প্রসেসর এবং গ্রাফিক্স অপশান হিসেবে ইনটেল Iris X বা Nvidia MX330 থাকবে৷ ল্যাপদুটিতে কানেক্টিভিটি পোর্ট হিসেবে পাওয়া যাবে ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ পোর্ট, ইউএসবি ২.০ পোর্ট, এইচডিএমআই ১.৪ পোর্ট এবং ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-সি পোর্ট৷

VivoBook Ultra 14 (X413) মডেলটি ফ্লিপকার্ট এক্সক্লুসিভ ল্যাপটপ হিসেবে এসেছে৷ এর দাম রাখা হয়েছে ৫৯,৯৯০ টাকা৷ VivoBook Ultra 15 (X513)-র দাম শুরু হচ্ছে ৪৩,৯৯০ টাকা থেকে৷ আসুস এক্সক্লুসিভ স্টোর, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, অ্যামাজন থেকে এটি পাওয়া যাবে৷ দুটো ল্যাপটপই বেসপোক ব্ল্যাক (Bespoke Black), ড্রিমি হোয়াইট (Dreamy White) এবং কোবাল্ট ব্লু কালার অপশানে আসবে৷