নিজেদের প্রসেসরে ভরসা নেই, Samsung Galaxy S23 সিরিজে এবার শুধু Qualcomm এর চিপ?

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক চিপসেট প্রস্তুতকারক কোয়ালকম (Qualcomm) নিশ্চিত করেছে যে আসন্ন Samsung Galaxy S23 সিরিজে কোম্পানির নতুন Snapdragon প্রসেসর ব্যবহার করা হবে। চিপসেট মেকার তাদের লেটেস্ট ইনকাম কলে এই খবরটি নিশ্চিত করেছে। সংস্থাটি মার্চ ত্রৈমাসিকের দুর্দান্ত ব্যবসা করতে সক্ষম হবে, যা Samsung Galaxy S23 সিরিজের লঞ্চ কে নির্দেশ করে। কোয়ালকমের সিএফও (CFO) আকাশ পালখিওয়ালা আরও প্রকাশ করেছেন যে, Galaxy S22-সিরিজের জন্য কোয়ালকমের চিপসেটের শেয়ার গ্লোবাল মার্কেটে ৭৫ শতাংশ চলে গেছে, ফলে আশা করাই যেতে পারে কোয়ালকমের চিপসেটগুলি Galaxy S23 সিরিজের সমস্ত মডেলেও থাকবে। এই সিরিজে অন্তর্ভুক্ত Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra – মডেলগুলিকে সম্প্রতি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে। উল্লেখিত তিনটি মডেলেই আসন্ন স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ প্রসেসরটি থাকবে, যা আগামী ১৫ নভেম্বর উন্মোচিত হবে।

Qualcomm নিশ্চিত করলো Samsung Galaxy S23 সিরিজের সব মডেলেই থাকবে তাদের নতুন চিপসেট

জিএসএমএরিনা -এর একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমন নিশ্চিত করেছেন যে, তারা বিশ্ববাজারে সমস্ত প্রিমিয়াম গ্যালাক্সি ফোনের জন্য স্যামসাংয়ের সাথে বহু বছরের জন্য পার্টনারশিপ শুরু করেছে। কোয়ালকম আগামী ১৫ নভেম্বর আয়োজিত স্ন্যাপড্রাগন সামিট ইভেন্টে গ্যালাক্সি এস২৩ সিরিজে ব্যবহৃত আসন্ন স্ন্যাপড্রাগন চিপসেট সম্পর্কে আরও বিশদ তথ্য উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত বিভিন্ন গিকবেঞ্চ তালিকা অনুসারে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরে ১ + ৪ + ৩ কোর কনফিগারেশন রয়েছে। এর প্রাইম কোরের ক্লক স্পিড ৩.৩৬ গিগাহার্টজ, যা এখনও পর্যন্ত স্ন্যাপড্রাগন প্রসেসরের পাওয়া সর্বোচ্চ গতি। চারটি পারফরম্যান্স কোরের ক্লক স্পিড ২.৮০ গিগাহার্টজ, আর বাদবাকি তিনটি এফিসিয়েন্সি কোরের সর্বোচ্চ গতি ২.০ গিগাহার্টজ। এই চিপসেটের সাথে অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ যুক্ত রয়েছে। তবে জানিয়ে রাখি, প্রসেসর ছাড়াও, গ্যালাক্সি এস২৩ সিরিজের অন্যান্য বিবরণও ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন – Samsung Galaxy S23 Series Expected Specifications

সাম্প্রতিক রিপোর্ট ও সূত্র থেকে জানা গেছে, আসন্ন এস২৩ সিরিজের সবকটি মডেলেই ফ্ল্যাট ফ্রেম এবং পাঞ্চ-হোল কাটআউট যুক্ত ডিসপ্লে থাকবে। গ্যালাক্সি এস২৩-এ ৬.১ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে, যেখানে এস২৩+ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে। আর টপ-এন্ড এস২৩ আল্ট্রা-এ ৬.৮ ইঞ্চির কিউএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে উপস্থিত থাকবে। তিনটি ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য, S23 এবং S23+-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অবস্থান করবে। ডিভাইসগুলিতে একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। আর টপ-এন্ড Ultra মডেলের পিছনে কোয়াড-ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে নতুন ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৩x এবং ১০x অপটিক্যাল জুম সাপোর্ট সহ দুটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেন্সর থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy S23 Ultra-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। স্ট্যান্ডার্ড Galaxy S23-এ ৩,৯০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা পূর্বসূরি S22-এর ৩,৭০০ এমএএইচ ব্যাটারির তুলনায় সামান্য বড় হবে। আর Galaxy S23+ শক্তিশালী ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। তিনটি Galaxy S23 সিরিজের ফোনই অন্তত ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এগুলি ১৫/২৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, Galaxy S23 এবং S23+-এর ডিজাইন রেন্ডার ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আসন্ন সিরিজের মডেলগুলি অন্তত বেইজ, ব্ল্যাক, গ্রীন এবং লাইট পিঙ্ক- এই কালার অপশনগুলিতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে স্যামসাং এই স্মার্টফোনগুলিকে আরও কালার ভ্যারিয়েন্টও বাজারে আনতে পারে।