Tecno Spark 20: আইফোনের মতো দেখতে স্মার্টফোন আনল টেকনো, সস্তায় 32MP ফ্রন্ট ক্যামেরা, 256GB স্টোরেজ

বাজেট স্মার্টফোন ব্র্যান্ড টেকনো আজ তাদের Spark 20 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Tecno Spark 20 নামে একটি বাজেট হ্যান্ডসেট উন্মোচন করেছে। এখনও দাম ঘোষণা না হলেও, টেকনোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ হয়েছে। এতে এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G85 চিপসেট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। চলুন Tecno Spark 20-এর সকল স্পেসিফিকেশন এবং ফিচার্স সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Tecno Spark 20-এর স্পেসিফিকেশন এবং ফিচার

টেকনো স্পার্ক ২০-তে ৬.৫৬ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ৭২০ x ১,৬১২ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম রান করে, যার ওপর হাইওএস ১৩ (HiOS 13) কাস্টম স্কিনের স্তর রয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর ওএস ডায়নামিক পোর্ট ফিচারের সাথে সজ্জিত, যা ডিসপ্লের পাঞ্চ-হোলের চারপাশের কিছুটা অংশ জুড়ে নোটিফিকেশন প্রদর্শন করে। এটি অনেকটা আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো। পারফরম্যান্সের জন্য, টেকনো স্পার্ক ২০-এ মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেটটি রয়েছে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজের সাথে যুক্ত। এতে অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে।

ফটোগ্রাফির জন্য, টেকনো স্পার্ক ২০-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি এআই (AI) লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা বিদ্যমান। এর সাথে একটি এলইডি ফ্ল্যাশও রয়েছে যা তিনটি ভিন্ন লাইট মোড অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, টেকনো স্পার্ক ২০-তে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, Tecno Spark 20-এ ডুয়েল সিম সাপোর্ট, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার রয়েছে। উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য, Tecno Spark 20 ডুয়েল স্টেরিও স্পিকার এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক সহ এসেছে। এটি চারটি কালার অপশনে উপলব্ধ – গ্র্যাভিটি ব্ল্যাক, সাইবার হোয়াইট, নিয়ন গোল্ড এবং ম্যাজিক স্কিন ২.০। শেষ বিকল্পটি একটি নীল রঙের সংস্করণ যা লেদার ফিনিশের সাথে এসেছে।

উল্লেখ্য, কোম্পানির তরফে এখনও Tecno Spark 20-এর দাম গোষণা করা হয়নি। তবে আশা করা যায় খুব শীঘ্রই এবিষয়ে ঘোষণা করবে টেকনো। প্রসঙ্গত, Spark 20 সিরিজে একাধিক মডেল অন্তর্ভুক্ত রয়েছে – Tecno Spark 20C, Spark 20 5G, Spark 20 Pro এবং Spark 20 Pro+।