Oppo Reno 5A মিডিয়াটেক ডায়মেনসিটি ৭২০ প্রসেসর ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে

গতমাসেই জানা গিয়েছিল Oppo, Reno 5A নামের একটি ফোনের ওপর কাজ করছে। এই ফোনটি প্রথমে জাপানে লঞ্চ হবে। ফোনটির দুটি ভ্যারিয়েন্ট থাকবে, যাদের মডেল নম্বর হবে A101OP এবং CPH2199। এর মধ্যে একটি ভ্যারিয়েন্ট SoftBank এর মাধ্যমে বিক্রি করা হবে এবং অন্যটি সিম ফ্রি হবে। আজ Oppo Reno 5A কে গুগল সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গেল‌। যার অর্থ ফোনটির বাজারে আসা কেবল সময়ের অপেক্ষা।

গুগল সাপোর্টেড ডিভাইসের তালিকায় অপ্পো রেনো ৫এ এর দুটি ভ্যারিয়েন্টকেই খুঁজে পাওয়া গেছে। যদিও এখান থেকে ফোনটির কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে টিপস্টার, ইমালিসিয়া জানিয়েছেন, রেনো ৫এ ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭২০ প্রসেসর ব্যবহার করা হবে। আবার ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১১ নির্ভর কালারওএস ১১.২ কাস্টম ওএস-এ চলবে।

এর আগে ফাঁস হওয়া রেন্ডার থেকে আমরা জানতে পেরেছিলাম যে, Oppo Reno 5A সামনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। এর কাট আউট ডিসপ্লের উপরিভাগে বাম দিকে রয়েছে। এরমধ্যে সেলফি ক্যামেরা অবস্থিত থাকবে। ডিসপ্লের নিচের দিকে হালকা বেজেল দেখা যাবে।

Oppo Reno 5A ফোনটির পিছনে আয়তকার ক্যামেরা সেটআপ থাকবে। এর মধ্যে চারটি ক্যামেরা সেন্সর ও এলইডি ফ্ল্যাশ দেখা যাবে। ক্যামেরা সেটআপের পাশেই আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর রিয়ার ক্যামেরার প্রাইমারি সেন্সর হবে ৬৪ মেগাপিক্সেল এবং এর ডিসপ্লে সাইজ হবে ৬.৫ ইঞ্চি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন