Motorola Edge S Pro চলতি সপ্তাহে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, রয়েছে আরও অনেক নজরকাড়া ফিচার

গত সপ্তাহে গ্লোবাল মার্কেটে একসাথে তিন তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে Motorola। যেগুলি হল Moto Edge 20, Moto Edge 20 Pro, এবং Moto Edge 20 Lite। আবার আর তিনদিন পরেই অর্থাৎ ৫ আগস্ট চীনে একটি unveiling ইভেন্ট হোস্ট করতে চলছে তারা। ওই দিন চীনা মার্কেটের জন্য Moto Edge 20, Moto Edge 20 Pro অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে। তবে এখন চীনে মোটোরোলার একটি টিজার প্রকাশ হতেই নতুন করে জল্পনা শুরু হয়ে গেল। টিজার ইঙ্গিত করছে, নাম পরিবর্তিত হয়ে Moto Edge 20 Pro স্মার্টফোনটি চীনে Motorola Edge S Pro নামে লঞ্চ হতে পারে।

সম্প্রতি মোটোরোলার একটি প্রমোশনাল ভিডিওর বিষয়বস্তু ছিল Edge S Pro-এর “Ready For” ফাংশনালিটি। তার ছাড়াই যা ওয়্যারলেস মাধ্যমে টিভি বা ল্যাপটপে কানেক্ট করা যাবে। অর্থাৎ বড় ডিসপ্লেতে ফোন কাস্টিং করা যাবে৷ এই পোস্টার সামনে আসার পরই অনেকটা নিশ্চিত যে, ওইদিন Edge 20 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ হব Motorola Edge S Pro।

Motorola Edge S Pro স্পেসিফিকেশন

আশা করা যায় মোটো এজ ২০ প্রো এর মতো মোটোরোলা এজ এস প্রো ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি ডিসপ্লে সহ আসবে। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরে ব্যবহার করা হবে। ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে এটি আসবে। ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যার সঙ্গে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Motorola Edge S Pro-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে – ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১৬ মেগাপিক্সেল Ultra ওয়াইড লেন্স + ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন