উন্নত ইঞ্জিন ও ভয়েস কন্ট্রোল সিস্টেমের সঙ্গে লঞ্চ হল নতুন Honda CB350 ও CB350RS

পরিবেশের কথা ভেবে আগামী ১লা এপ্রিল থেকেই দেশজুড়ে জুড়ে লাগু হতে চলেছে BS6 এর দ্বিতীয় পর্যায়, যাকে OBD2 নামে ডাকা হচ্ছে। বিগত এক দেড় মাসের মধ্যেই বিভিন্ন টু-হুইলার নির্মাতা সরকারি নীতি অনুসারী আপডেট এনেছে তাদের মডেলে। এবার সেই পথে অগ্রসর হলো হোন্ডা (Honda)। সংস্থাটি তাদের মধ্যবর্তী ডিসপ্লেসমেন্টের ইঞ্জিন যুক্ত মোটরসাইকেল H’ness CB350 এবং CB350RS এর আপডেটেড ভার্সন লঞ্চ করল আজ। চলতি মাসের শেষের দিকে দেশের বিভিন্ন বিগউইং (BigWing) আউটলেটে বাইক দু’টি উপলব্ধ হবে।

2023 Honda H’ness CB350, CB350RS: দাম

নতুন H’ness CB350 এবং CB350RS এর এক্স শোরুম দাম যথাক্রমে ২.১০ লাখ টাকা এবং ২.১৫ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া(HMSI) ক’দিন আগেই বাইকজোড়ার জন্য অ্যাক্সেসরিজ লঞ্চ করেছে। যার মাধ্যমে ক্রেতারা পছন্দমতো তাদের দু’চাকা কাস্টমাইজ করতে পারবেন। ছয়টি আলাদা কাস্টম কিট চলতি মাস থেকেই বিগউইং ডিলারদের কাছে পাওয়া যাবে।

2023 Honda H’ness CB350, CB350RS: ইঞ্জিন

বাইকগুলিতে প্রাণ ভোমরা হিসেবে উপস্থিত রয়েছে OBD2B নীতির অনুসারী ৩৫০ সিসির এয়ারকুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। PGM-Fi প্রযুক্তি যুক্ত এই ইঞ্জিনটি থেকে ২০.৭৮ হর্সপাওয়ার ৩,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ৩০ এনএম টর্ক উৎপাদিত হয়। CB350 পয়তাল্লিশ মিমি লম্বা এগজস্ট পাইপের সঙ্গে আসার কারণে খুব কম পিচ যুক্ত শব্দ উৎপন্ন করতে পারে।

উপরন্তু, হোন্ডা সিলেক্টটেবল টর্ক কন্ট্রোল (HSTC) প্রযুক্তির সাহায্যে সামনের ও পিছনের চাকার গতি পর্যালোচনা করে পিছনের চাকার ট্র্যাকশন নিয়ন্ত্রণ করতে পারে, যা আদতে চাকা স্লিপ করার হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। HSTC প্রযুক্তিটি মিটারের বাঁদিকে থাকা একটি সুইচের মাধ্যমে নিজের ইচ্ছামত বন্ধ কিংবা চালু করা যায়।

2023 Honda H’ness CB350, CB350RS: ফিচার্স

H’ness CB350 এবং CB350RS বাইক দুটিতে হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম (HSVCS) উপলব্ধ রয়েছে যার এই বাইকের রাইডার সম্পূর্ণ পৃথিবীর সঙ্গে সংযোগ সাধন করতে পারেন। ফোনের সঙ্গে একবার সংযুক্ত হওয়ার পর চালক বাইকের হ্যান্ডেলবারের বাঁদিকে থাকা বোতামের সাহায্যে ফোন কল, নেভিগেশন, মিউজিক প্লেব্যাক এবং মেসেজ এর মত বৈশিষ্ট্যগুলি কন্ট্রোল করতে পারবেন। এমনকি এই সমস্ত ব্যবস্থাপনা চালু থাকা অবস্থায় রাস্তার দিকে মনসংযোগ সঠিক রাখতে সমস্ত তথ্যগুলি চালকের হেলমেটের সঙ্গে থাকা স্পিকারে শুনতে পাওয়া যাবে।

এছাড়াও, Honda CB350 সিরিজের বাইক দু’টির আপডেটের ভার্সনে নতুন ইমার্জেন্সি স্টপ সিগন্যাল (ESS) দেওয়া হয়েছে। এই প্রযুক্তি আচমকা ব্রেক করার সময় সাহায্য করবে। তাছাড়াও H’ness CB350 তে এবার নতুন স্প্লিট সিট স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে দেওয়া হয়েছে।