গ্রাহক সন্তুষ্টি সবার আগে, বাইকে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করে রয়্যাল এনফিল্ডকে বার্তা দিল Jawa, Yezdi

মাহিন্দ্রা গোষ্ঠী (Mahindra Group)-র অধীনস্থ ক্লাসিক লেজেন্ডস (Classic Legends)-এর হাত ধরে এদেশে পুনরুজ্জীবন পেয়েছিল জাওয়া (Jawa) ও ইয়েজদি (Yezdi)। এবারে এই দুই সংস্থা বিএস৬ ফেজ২ নির্গমন বিধি মেনে নিজেদের সমস্ত মোটরসাইকেল আপডেট করল। ফলে সংস্থার প্রতিটি মডেলে এখন OBD2 ইঞ্জিন থাকছে। আবার অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করার ফলে আরও ভালো পারফরম্যান্স মিলবে বলে দাবি করা হয়েছে। যে কারণে জাওয়া-ইয়েজদি মডেল পিছু ০.৮-২% দাম বাড়িয়েছে।

Jawa-Yezdi নয়া নির্গমন বিধি মেনে মোটরসাইকেল হাজির করল

জাওয়ার মোটরসাইকেলের মূল্য ঊখন ১.৯৬ লক্ষ টাকা থেকে শুরু। যেখানে ইয়েজদি-র স্টার্টিং রেঞ্জ ২.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বর্তমানে জাওয়া-র ঝুলিতে রয়েছে 42 Sports Stripe, 42 Bobber ও Perak। নতুন ভার্সনে নির্গমন কমানোর পাশাপাশি রাইডিং এবং পারফরম্যান্স উন্নত করার জন্য বড় থ্রটেল বডি এবং এগজস্ট দেওয়া হয়েছে। Jawa 42 স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ এবং নতুন ডিজাইনের মাফলার থেকে উপকৃত হবে। ডিজিটাল স্পিডোমিটার এবং হ্যাজার্ড লাইটও আপডেট করা হয়েছে।

অন্যদিকে ইয়েজদি-র Roadster, Adventure ও Scrambler-ও পেয়েছে বৃহত্তর থ্রটেল বডি এবং এগজস্ট পোর্ট। এছাড়া লো-এন্ডে পারফরম্যান্স পেতে দেয়া হয়েছে বড় রিয়ার স্প্রকেট। এগজস্ট মাফলারটি নতুন করে ডিজাইন করা হয়েছে। এই প্রসঙ্গে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলের সিইও আশিষ সিং জোশি বলেন, “সূচনা লগ্ন থেকেই জাওয়া ইয়েজদি মোটরসাইকেল গ্রাহকদের সেরা পারফরমেন্স এবং রাইডিংয়ের অভিজ্ঞতা দিতে প্রযুক্তিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এসেছে। এবারেও তার অন্যথা নয়।” ইঞ্জিনে নয়া আপডেটের ফলে দাম সামান্য বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছেন জোশি।

ইঞ্জিনটি কেমন আপডেট পেল

ইঞ্জিনে নতুন আপডেট দেওয়া হলেও, একটি মোটরসাইকেলেরও ডিজাইনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। Jawa 42 ও 42 Bobber শক্তি জোগাতে আগের মতই উপস্থিত একটি ২৯৪.৭২ সিসি সিঙ্গেল সিলিন্ডার মোটর। যেখানে Yezdi রেঞ্জে দেওয়া হয়েছে ৩৩৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা Jawa Perak-এ রয়েছে। জাওয়া ও ইয়েজদির বাইকগুলি আলাদাভাবে টিউন করা হয়েছে। এগুলি Royal Enfield, Benelli সহ অন্যান্য সংস্থার মোটরসাইকেলের সাথে প্রতিযোগিতা করে।