সুখবর শোনাল Infinix, ব্যবহারকারীদের চিন্তা দূর করে এই সব স্মার্টফোনে আসছে Android 13 আপডেট

প্রখ্যাত বাজেট স্মার্টফোন নির্মাতা ইনফিনিক্স তাদের Zero সিরিজের অধীনে Infinix Zero 5G বাজারে এনেছিল। পরবর্তীতে এই লাইনআপে অন্তর্ভুক্ত আরও দুই মডেল Infinix Zero Ultra এবং Infinix Zero 20 লঞ্চ করা হয়। আর এখন ইনফিনিক্স জানিয়েছে, Zero সিরিজের এই স্মার্টফোন তিনটির জন্য Android 13 আপডেট রোলআউট শুরু করছে তারা।

Infinix তাদের Zero সিরিজের ফোনে রোলআউট করছে Android 13 আপডেট

ইনফিনিক্স তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা করেছে যে, ইনফিনিক্স জিরো ৫জি, জিরো আল্ট্রা এবং জিরো ২০ অ্যান্ড্রয়েড ১৩ আপডেট পেতে চলেছে। জানিয়ে রাখি, এই ফোনগুলি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছিল। পরে ইনফিনিক্স জানায় যে তারা আগস্টের মধ্যেই জিরো সিরিজের জন্য অ্যান্ড্রয়েড ১৩ ওএস প্রকাশ করার পরিকল্পনা করছে। কিন্তু অজানা কারণে আপডেটটি বিলম্বিত হয়, তাই ব্যবহারকারীরা তাদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৩ পাবেন কিনা, তা জানতে উদগ্রীব ছিলেন।

কোম্পানি ইউজারদের সমস্ত মতামত গ্রহণ করে এখন নিশ্চিত করেছে যে তারা উল্লেখিত ডিভাইসগুলিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটি উপভোগ করতে পারবেন।
Infinix Zero সিরিজের স্মার্টফোনগুলিতে আপডেট নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে আসবে। তবে কেউ যদি এটি না পেয়ে থাকেন, তাহলে তিনি ফোনের সেটিংস > সিস্টেম আপডেট > ডাউনলোডে গিয়ে আপডেটটি চেকআউট করতে পারেন। অ্যান্ড্রয়েড ১৩-এ বিভিন্ন বাগ ফিক্স এবং একটি উন্নত ইউজার ইন্টারফেস অন্তর্ভুক্ত রয়েছে, যা গ্রাহকদের ফোন ব্যবহার করার আরও ভাল অভিজ্ঞতা প্রদান করবে।

উল্লেখ্য, Infinix সম্প্রতি Note 30 VIP-এর একটি লিমিটেড এডিশনের মডেল লঞ্চ করেছে। এর নাম দেওয়া হয়েছে Infinix Note 30 VIP Racing Edition। স্মার্টফোনটি ইনফিনিক্স ও বিখ্যাত গাড়ি নির্মাতা বিএমডাব্লিউ (BMW) গ্রুপের ডিজাইনওয়ার্কস (Designworks)-এর সাথে পার্টনারশিপের ফসল। ফোনটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ৩১৫ ডলার (প্রায় ২৬,২০০ টাকা) মূল্যে উপলব্ধ।