Honda X-ADV: হোন্ডার জনপ্রিয় 745cc স্কুটার সাদা-কালো রঙে বাজারে এল

Honda গ্লোবাল মার্কেটে তাদের অন্যতম জনপ্রিয় মডেলে নতুন আপডেট দিল। সংস্থাটি ছোট গাড়ির সমান ক্ষমতার ইঞ্জিন যুক্ত X-ADV অ্যাডভেঞ্চার স্কুটারের আপডেটেড ভার্সন ইউরোপে লঞ্চ করেছে। লেটেস্ট সংস্করণটি নতুন কালার স্কিম নিয়ে এসেছে। যার মধ্যে কালো ও সাদা রঙের কম্বিনেশন লক্ষ্য করা যায়।

2023 Honda X-ADV এর টেল সেকশন এবং সেন্টার স্পাইনে রাগেড গ্রাফিক্স দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর এই অ্যাডভেঞ্চার স্কুটার মেজর আপগ্রেড পেয়েছে। ফলে এ বছর শুধু নতুন কালার অপশন দিয়ে সতেজ ভাব বজায় রাখার চেষ্টা করেছে হোন্ডা। X-ADV এর ডিজাইন এমন, যা প্রথম দর্শনেই সবার নজর কাড়বে।

Honda X-ADV এর সবচেয়ে বড় হাইলাইট তার ইঞ্জিন। এর ৭৪৫ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন ৫৭ বিএইচপি ক্ষমতা এবং ৬৯ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সাথে Honda Africa Twin এর মতো ডুয়াল ক্ল্যাচ ট্রান্সমিশন রয়েছে। ফিচারগুলির তালিকাও বেশ আলো করে আছে – ব্লুটুথ এনাবেল্ড ৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম, স্মার্ট কী, ফুল এলইডি লাইটিং, প্রভৃতি।

Honda X-ADV এর আন্ডার সিট স্টোরেজের ক্যাপাসিটি ২২ লিটার। এছাড়া ১.২ লিটার গ্লভ বক্স, ইউএসবি চার্জিং পোর্ট আছে এতে। এটি ভারতে লঞ্চের সম্ভাবনা খুবই কম। উল্লেখ্য, এখানে X-ADV মডেলটির মতো আলট্রা প্রিমিয়াম সেগমেন্টের একমাত্র স্কুটার বলতে রয়েছে C 400 GT।