নিজের ফটো দিয়ে এভাবে বানান ঝকঝকে New Year পোস্টার, সোশ্যাল মিডিয়ায় হু হু করে লাইক পড়বে!

এই নতুন বছরে বন্ধু-পরিজনদের শুভেচ্ছা জানান একটু অন্যভাবে।

Happy New Year 2024: অবশেষে আরও একটি নতুন বছর অর্থাৎ ২০২৪ সাল এসেই গিয়েছে – এই মুহূর্তে বর্ষবরণের খুশিতে মেতে আছে গোটা দুনিয়া। পার্টি, সেলিব্রেশন তো বটেই তার সাথে ফোন, মেসেজের বিনিময়েও বয়ে চলেছে নিউ ইয়ার উইশ‌ের ঝড় – প্রচুর মানুষ নতুন বছরের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং অ্যাপগুলি ব্যাপকভাবে ব্যবহার করছেন। তবে টেক্সট মেসেজ বা স্টিকারের মাধ্যমে শুভেচ্ছা জানানোর বিষয়টি এখন পুরোনো ফ্যাশনে পরিণত হয়েছে। তাই আপনি সময়ের সাথে আপডেট থাকতে নিজের বা পছন্দের ফটো দিয়ে একটি নতুন বছরের পোস্টার তৈরি বানিয়ে তা পরিজনদের পাঠাতে পারেন। এরকম পোস্টার বানানো কোনো কঠিন বিষয় নয়, আপনি কয়েক ট্যাপে খুব সহজেই কাজ সেরে ফেলতে পারবেন। আপনার সুবিধার জন্য আমরা এখানে পদ্ধতিটিও শেয়ার করলাম।

নতুন বছরের পোস্টার তৈরি করুন এভাবে

গুগল প্লে স্টোর (Google Play Store) বা অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store)-এ ফেস্টিভাল পোস্টার মেকার বা নিউ ইয়ার ফ্রেমের মতো অনেক অ্যাপ রয়েছে। সেক্ষেত্রে আপনাকে এই ধরণের কোনো অ্যাপ ডাউনলোড করে কিছু স্টেপ অনুসরণ করতে হবে –

১. প্রথমে অ্যাপটি খুলুন এবং স্টোরেজ সম্পর্কিত পারমিশন দিন।

২. মেইন স্ক্রিনে প্রদর্শিত পোস্টার এবং ফ্রেম থেকে আপনার পছন্দের একটি টেম্পলেট চয়ন করুন।

৩. দৃশ্যমান ‘+’ আইকনে বা ‘অ্যাড ফটো’ (Add photo) ট্যাপ করে ফোনের গ্যালারি থেকে পোস্টারের জন্য ফটো সিলেক্ট করুন এবং সেটি ইচ্ছামতো ক্রপ, জুম বা এডিট করুন।

৪. এরপর পোস্টারে নিজের শুভেচ্ছা বার্তা লিখুন এবং সেটিকে সেভ করুন। ব্যাস, এতেই কাজ হয়ে যাবে, আর আপনি সবাইকে পোস্টারের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানাতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, শুধু নববর্ষ নয় আপনি চাইলে অন্যান্য উৎসব, জন্মদিন বা অ্যানিভার্সারি ইত্যাদি উপলক্ষের পোস্টারও এইরকম অ্যাপের মাধ্যমে সহজেই তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আকর্ষণ পেতে পারেন।