20 হাজার টাকার বেশি ছাড়, সাথে ইয়ারবাড Free! OnePlus-এর এই দুটি ফোনে মিলছে জব্বর অফার

Amazon offer: আপনার কি দীর্ঘদিন ধরে OnePlus-এর কোনো স্মার্টফোন কেনার পরিকল্পনা আছে? তাহলে এটিই কিন্তু আপনার ইচ্ছেপূরণের জন্য সঠিক সময়! আসলে এই মুহূর্তে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon India, OnePlus-এর দুটি জনপ্রিয় স্মার্টফোনে দারুণ অফার দিচ্ছে। এক্ষেত্রে আপনি পুরোনো ফোন আপগ্রেড করে ২৪,৯০০ টাকা পর্যন্ত ছাড়ে OnePlus Nord 3 5G এবং OnePlus 11 5G ফোনদুটি কিনতে পারবেন। আবার ব্যাঙ্ক অফার কাজে লাগালে মিলবে আরও ২,০০০ টাকার ডিসকাউন্ট। এখানেই শেষ নয়, অফারে OnePlus Nord 3 5G মডেলটি কিনলে এর সাথে ফ্রি পাওয়া যাবে OnePlus Nord Buds 2R। তো আসুন, এখন OnePlus Nord 3 5G এবং OnePlus 11 5G-এর দাম, লভ্যতা, স্পেসিফিকেশন ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নিই।

দুর্দান্ত অফারে কিনুন OnePlus Nord 3 5G, পাবেন কাজের ফিচার

অ্যামাজনে বর্তমানে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি স্মার্টফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ৩৩,৯৯৯ টাকা, তবে নির্দিষ্ট ব্যাঙ্ক অফার কাজে লাগালে মিলবে ২,০০০ টাকার ডিসকাউন্ট। আবার আপনি যদি পুরোনো স্মার্টফোনের বদলে এই হ্যান্ডসেটটি কিনতে চান, সেক্ষেত্রে ২৪,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে (শর্তাবলি প্রযোজ্য)। মানে সমস্ত অফার কাজে লাগানো গেলে এর জন্য খরচ করতে হবে মাত্র ৯,০৯৯ টাকা। বিশেষ বিষয় হল, এই ফোনটি কিনলে আপনি কোম্পানির বাডস ২আর (Buds 2R) ইয়ারবাড বিনামূল্যে পাবেন।

ফিচার বা স্পেসিফিকেশনের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ২৭৭২×১২৪০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর, যার সাথে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটি অফার করবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যেখানে ফটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেখা যাবে।

কম খরচে হাতের মুঠোয় পাবেন OnePlus 11 5G ফ্ল্যাগশিপ

ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের সেলিং প্রাইস ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ৫৬,৯৯৯ টাকা। কোম্পানি এই ফোনেও ২ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ২৪,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে।

ফ্ল্যাগশিপ ক্যাটেগরির এই ওয়ানপ্লাস ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি কিউএইচ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশনের সাথে আসে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, যার সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা বিদ্যমান।