ভারতে শুরু হল Honda H’Ness CB350 এর ডেলিভারি, জানুন দাম

সম্প্রতি লঞ্চ হওয়া Honda H’Ness CB350 বাইকটিকে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ায় কাজ এবার আরম্ভ হল। Honda জানিয়েছে, সংস্থার হরিয়ানার মানেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে বাইকটির ডিসপ্যাচ শুরু হয়েছে। উল্লেখ্য, হোন্ডার প্রিমিয়াম বিগ উইং আউটলেট থেকে এটি এখন কেনা যাবে। তারপর বিক্রি এবং চাহিদা দেখে সেটি সংস্থার অন্যান্য ডিলারদের কাছেও উপলব্ধ হতে পারে।

ভারতীয় বাজারে হোন্ডার H’Ness CB350-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থিত আছে রয়্যাল এনফিল্ডের Classic 350, Jawa এবং বেনিলির Imperiale 400। তবে আমাদের নজর থাকবে ৬ অক্টোবরের ওপর। কারন ঔদিন রয়্যাল এনফিল্ডের তার বহু প্রতীক্ষিত Metero 350 বাইকের ওপর থেকে পর্দা সরাবে। ফলে প্রতিযোগিতায় নতুন করে H’Ness CB 350-এর সাথে জুড়ে যেতে পারে Metero 350-এর নাম৷ Honda H’Ness CB350 দুটি ভ্যারিয়েন্টের সাথে উপলব্ধ— DLX এবং DLX Pro। DLX মডেলের দাম ১.৮৫ লক্ষ টাকা এবং DLX Pro- এর দাম রাখা হয়েছে ১.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম,মুম্বাই)।

এই বাইকে ৩৪৮.৩৬ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যেটি ৫,৫০০ আরপিএম এ ২০.৮ বিএইচপি এবং ৩,০০০ আরপিএম এ ৩০ এনএম টর্ক জেনারেট করতে পারে। মোটরটি ফাইভ স্পীড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচের সাথে এসেছে। বাইকটির সামনের চাকাতে ৩১০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকাতে ২৪০ মিমি ডিস্ক ব্রেক বর্তমান।

প্রো ভার্সনে পাওয়া যাবে স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম। দুটি ভ্যারিয়েন্টেই রিং টাইপ এলইডি উইঙ্কার সহ এলইডি হেডল্যাম্প এবং টেলল্যাম্প একে দেয় রয়্যাল লুক। হোন্ডা এই বাইকে দিয়েছে ব্লুটুথ এনাবল্ড ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) এবং Honda Selectable Torque Control System (HSTC)।