4 বছরের অপেক্ষার অবসান! 2019 সালের পর আবার XL ফোন ফিরিয়ে আনছে Google

নতুন বছরের শুরুতে, কিছু ফাঁস হওয়া রেন্ডার থেকে Google Pixel 9 এবং 9 Pro-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল। ছবিগুলি টিপস্টার স্টিভ হেমারস্টোফার (অনলিক্স) ফাঁস করেছিলেন। তিনিই আবার এখন দাবি করেছেন, স্ট্যান্ডার্ড এবং প্রো হিসাবে মনে করা মডেল দু’টি যথাক্রমে Google Pixel 9 Pro এবং 9 Pro XL নামে আসবে৷ ফলে দ্বিতীয় মডেলটি Pixel সিরিজে XL নামের প্রত্যাবর্তনের দিকে নির্দেশ করছে, যা 4 বছর আগে সর্বশেষ দেখতে পাওয়া গিয়েছিল। তবে এর পাশাপাশি, স্ট্যান্ডার্ড মডেল হিসাবে Google Pixel 9 লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কারণ ফোনটির আরও কিছু রেন্ডারে এখন সামনে এসেছে।

ফাঁস হল Google Pixel 9-এর রেন্ডার

ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, স্ট্যান্ডার্ড গুগল পিক্সেল 9 মডেলটিতে পিক্সেল 9 প্রো এবং পিক্সেল 9 প্রো এক্সএল ভ্যারিয়েন্টের মতো প্রায় একই ডিজাইন থাকবে। ছবিতে বক্সি ডিজাইন এবং ফ্ল্যাট ফ্রেমের সাথে কম্প্যাক্ট দেখতে লাগে। ফোনটিতে কার্ভড অ্যাঙ্গেলও রয়েছে। পাওয়ার এবং ভলিউম রকার বাটন ফোনের ডানদিকে অবস্থান করবে। অন্যদিকে, রিয়ার প্যানেলে একটি বড় প্রসারিত পিল-আকৃতির ক্যামেরা ব্রিজ দেখা গেছে, যা পূর্বসূরি মডেলগুলির মতো কোণের দিকে প্রসারিত হয় না।

রেন্ডারগুলি এও প্রকাশ করে যে, গুগল পিক্সেল 9-এ একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট যুক্ত ডিসপ্লে থাকবে, যা চারদিক থেকে প্রতিসম বেজেল দ্বারা বেষ্টিত হবে। স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলের মধ্যে মূল পার্থক্য হল যে, বেস মডেলের 6.03 ইঞ্চির স্ক্রিনটি প্রো মডেলের 6.1 ইঞ্চির তুলনায় সামান্য ছোট।

এছাড়াও জানা গেছে যে, স্ট্যান্ডার্ড Google Pixel 9 মডেলটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। তবে এতে Pixel 9 Pro ও 9 Pro XL-এর মতো কোনও পেরিস্কোপ লেন্স থাকবে না। এছাড়াও অনলিক্স জানিয়েছে যে, Google Pixel 9 ফোনটির পরিমাপ হবে 152.8 x 71.9 x 8.5 মিলিমিটার এবং তবে রিয়ার ক্যামেরা বাম্প সহ মাত্রা 12 মিলিমিটার হবে।