Mi Band 6, Mi Notebook ও Mi TV 5X সহ আজ ভারতে লঞ্চ হচ্ছে ছ’টি Xiaomi প্রোডাক্ট

Xiaomi Mi Smarter Living Event 2022 আজ বৃহস্পতিবার, ২৬ আগস্ট ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। সংস্থাটি এই ইভেন্টে Mi Notebook, Mi Band 6, Mi TV 5X, Security Camera, Mi Router, এবং Mi Shoes-এই ছয়টি প্রোডাক্ট লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি বিগত কিছু বছর ধরে IoT ডিভাইসগুলি লঞ্চ করার জন্য Xiaomi এই অ্যানুয়াল ইভেন্টের আয়োজন করে আসছে। ২০২১ সালে Xiaomi-র অন্যান্য লঞ্চ ইভেন্টগুলির মতো Mi Smarter Living Event 2022-ও ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

Mi Smarter Living Event 2022 কখন থেকে শুরু হবে এবং লাইভ কীভাবে দেখবেন

এমআই স্মার্টার লিভিং ইভেন্ট ২০২২ আজ দুপুর ১২ টা থেকে শুরু হবে। এই লঞ্চ ইভেন্ট Xiaomi-র অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে দেখা যাবে। আসুন এমআই স্মার্টার লিভিং ইভেন্ট ২০২২-এ লঞ্চ হতে চলা আসন্ন প্রোডাক্টগুলির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Mi Band 6

Mi Smarter Living 2022-এ যে প্রোডাক্টগুলির ওপর থেকে পর্দা উঠতে চলেছে, সেগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল Mi Band 6। ডিভাইসটি ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে, ফলে এর বেশিরভাগ ফিচার আমাদের জানা। এই স্মার্ট ব্যান্ডে ১.৫৬ ইঞ্চি কালার AMOLED ডিসপ্লে থাকবে যা Mi Band 5-এর ১.১ ইঞ্চি স্ক্রিনের চেয়ে বড়। Mi Band 6, ৬০ টিরও বেশি ওয়াচ ফেস সাপোর্ট করে। আবার এটি SpO2 মনিটরিং সেন্সর সহ এসেছে এবং ছয়টি ওয়ার্কআউট মোড স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করতে পারে।

এটি ৩০ টি এক্সারসাইজ মোডের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে – যার মধ্যে ১৫ টি নতুন এবং বাকি ১৫ টি ইতিমধ্যেই Mi Band 5-এও বিদ্যমান। একবার চার্জ দিলে Mi Band 6, ১৪ দিন পর্যন্ত চলতে পারে এবং স্বাভাবিক ব্যবহারে ব্যাটারি লাইফ ১৯ দিন পর্যন্ত বাড়ানো সম্ভব। এটি ৫০ মিটার পর্যন্ত জল-প্রতিরোধী।

নতুন Mi Notebook

পরবর্তী প্রজন্মের Mi Notebook আরও উন্নত ডিসপ্লে সহ আসবে বলে আশা করা হচ্ছে। এই লাইনআপে ১০০ শতাংশ sRGB কালার গ্যামট এবং হাই স্ক্রিন রিফ্রেশ রেট সহ ১৬:১০ এসপেক্ট রেশিও দেখা হবে। Xiaomi ইতিমধ্যেই ব্যাকলিট কীবোর্ডের সাথে Mi Notebook টিজ করেছে।

আবার ল্যাপটপগুলিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যা পাওয়ার বাটনে এম্বেড করা থাকবে। শাওমি নোটবুক সিরিজে সম্ভবত লেটেস্ট ১১ তম প্রজন্মের ইন্টেল কোর (11th Gen Intel core) প্রসেসর দ্বারা চালিত হবে। সংস্থাটি Mi Notebook-এর একাধিক মডেল লঞ্চ করতে পারে।

Mi TV 5X

Xiaomi এই ইভেন্টে তার স্মার্ট টিভির পরবর্তী প্রজন্মের সাথেও গ্রাহকদের পরিচয় করিয়ে দিতে চলেছে। Xiaomi একাধিক স্ক্রিন সাইজে এই স্মার্ট টিভিটি লঞ্চ করতে পারে। সংস্থাটি ইতিমধ্যেই জানিয়েছে যে Mi TV 5X, Dolby Atmos এবং Dolby Vision সাপোর্ট সহ আসবে।

আসন্ন স্মার্ট টিভিটিতে ৪০ ওয়াট স্পিকার থাকবে এবং Xiaomi বিশ্বের শীর্ষস্থানীয় এন্টারটেইনমেন্ট গাইড এবং ডাটাবেস IMDB-র সাথে চুক্তিবদ্ধ হয়েছে। সংস্থাটি আরও নিশ্চিত করেছে যে, ইউজাররা Google Assistant সাপোর্টেড মাইক্রোফোন ব্যবহারেরও সুবিধা পাবেন।

Mi Security Camera

Xiaomi এই ইভেন্টে একটি নতুন সিকিউরিটি ক্যামেরাও লঞ্চ করবে। যদিও সংস্থাটি এই প্রোডাক্টটির সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে আনেনি, তবে স্মুথ কানেক্টিভিটির জন্য এটি ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ডিসেন্ট ভিডিও কোয়ালিটি অফার করবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরাটি iOS এবং Android ডিভাইসগুলির জন্য উপলব্ধ Mi Home অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে।

Mi Router

Xiaomi ভারতে তাদের প্রথম ওয়াই-ফাই রাউটারও লঞ্চ করতে চলেছে। যদিও এই প্রোডাক্টটির ফিচার সম্পর্কেও বিশেষ কিছু জানা যায়নি, তবে ফাস্ট কানেক্টিভিটি স্পিড অফার করাই ডিভাইসটির মূল লক্ষ্য হবে এবং ইউজাররা companion অ্যাপের মাধ্যমে সিকিউরিটি এবং ইন্টারনেট পারফরম্যান্স কন্ট্রোল করতে সক্ষম হবেন।

Mi Shoes

সবশেষে, শাওমি নতুন Mi Shoes-ও লঞ্চ করবে যা হালকা এবং নমনীয় হবে বলে জানা গেছে। আরামের জন্য এটি একটি হাই ইলাস্টিক ফিট সহ আসবে এবং দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু এবং ব্যাকটেরিয়া থেকে এটি সম্পূর্ণভাবে সুরক্ষিত। এটি একাধিক রঙে উপলব্ধ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন