দেশজুড়ে ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, কোথায় কী উপলক্ষে ছুটি দেখে নিন

চলতি মাসে পুরো পাঁচদিন বন্ধ থাকবে দেশের ব্যাংক পরিষেবা। ঠিকই পড়েছেন! বর্তমান উৎসবের মরসুমের কারণেই হঠাৎই এই সিদ্ধান্ত নিয়েছে RBI (রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া)। ফলে SBI, Yes Bank, Kotak Mahindra Bank, HDFC, PNB, ICICI ইত্যাদি ব্যাংকগুলির গ্রাহকরা নির্দিষ্ট দিনগুলিতে যেকোনো শাখায় গেলেও লেনদেন বা অন্যান্য কোনো কাজ করতে পারবেন না। জরুরী পরিস্থিতিতে গ্রাহকদের অনলাইন বা নেট ব্যাংকিংয়েরই সাহায্য নিতে হবে।

উল্লেখ্য, এমনিতে ন্যাশনাল এবং স্টেট লেভেল হলিডেগুলি (২৬শে জানুয়ারী, ১৫ই আগস্ট, দীপাবলি, ক্রিসমাস ইত্যাদি) ছাড়াও, রবিবার এবং সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংকগুলির ছুটি থাকে। তাই সাম্প্রতিক এই পাঁচটি ছুটি ব্যাংক কর্মীদের খানিকটা স্বস্তি দেবে। যদিও অঞ্চল ভেদে এই ছুটির কিছুটা পার্থক্য হবে।

এই সপ্তাহের কোন কোন দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকবে?

আগামীকাল অর্থাৎ ২০শে অক্টোবর মহর্ষি বাল্মীকির জন্মদিন, লক্ষ্মী পুজো এবং ঈদ-ই-মিলাদ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। আগরতলা, চণ্ডীগড়, কলকাতা ও সিমলা শহরের ব্যাংকগুলির ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে। আবার জম্মু, শ্রীনগরে ২২শে অক্টোবর এবং মাসের চতুর্থ শনিবার দেশের সব শহরের ব্যাংক বন্ধ থাকবে। রবিবার মানে ২৪শে অক্টোবরও ছুটি কাটাবে সমস্ত ব্যাংকের কর্মচারীরা।

এদিকে আগামী ২৬শে অক্টোবর অ্যাক্সেসনের জন্য জম্মু ও শ্রীনগরের ব্যাংক পরিষেবা অচল থাকবে। আবার ৩১ তারিখ রবিবার বলে দেশের সব শহরে সব ব্যাংক বন্ধ থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন