সস্তায় সেরা ৬টি নয়েজ ক্যান্সেলিং হেডফোন

মিউজিক স্টুডিও -তে কাজ করা কালীন বা গান শোনার সময়ে পারিপার্শ্বিক পরিবেশ শান্ত থাকা খুবই জরুরি। কিন্তু অনেক সময়েই মাইক, ট্রাফিক বা আশেপাশে থাকা মানুষজনের জন্য কোলাহল সৃষ্টি হওয়ার ফলে আমাদের কাজে ব্যাঘাত ঘটে। ফলে কাজের ক্ষেত্রে যেমন প্রভাব পরে, তেমনি অনাহূত হট্টগোলের ভিড় যথেষ্ট বিরক্তি জাগায়। এমত পরিস্থিতিতে, নয়েজ ক্যান্সেলিং (Noise Cancelling) ফিচার সহ হেডফোন সাথে থাকলে পারিপার্শ্বিক শোরগোলকে এড়ানো যাবে। তাই আজ আমরা আপনাদের এমন কয়েকটি ওভার-ইয়ার হেডফোনের খোঁজ দেব, যেগুলি বাহ্যিক নয়েজকে বহুলাংশে ব্লক করবে এবং হাই-কোয়ালিটির ‘ক্রিস্টাল-ক্লিয়ার’ সাউন্ড অফার করবে। এগুলির দাম ৩,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করবে এবং এই প্রত্যেকটি হেডফোনই অ্যামাজনে উপলব্ধ।

৩,০০০ টাকার কমে উপলব্ধ নয়েজ ক্যান্সেলিং হেডফোনের তালিকা

Hammer Bluetooth Headphones : ২,২৯৯ টাকা (৭২% ডিসকাউন্ট)

স্টাইলিশ এবং আকর্ষণীয় ডিজাইনের সাথে আসা হ্যামার ব্লুটুথ হেডফোনে নয়েজ ক্যান্সেলিং ফিচার আছে। কানেক্টিভিটির জন্য এতে, ব্লুটুথ এবং AUX কেবল সাপোর্ট পাওয়া যাবে। ফলে, যেকোনো ব্লুটুথ গ্যাজেটের সাথে এটিকে কানেক্ট করা সম্ভব। আবার, এই অডিও ডিভাইসের স্পিকার অংশে থাকা ইয়ারপ্যাড খুবই নরম হওয়ায়, এটিকে দীর্ঘক্ষণ স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার যাবে। আর, এই হেডফোন ফোল্ডেবল হওয়াতে, এটিকে সহজে বহন করাও সম্ভব। মিউজিক প্লে, পজ এবং ভলিউম কন্ট্রোলের জন্য একটি কন্ট্রোল প্যানেল থাকছে এতে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারিও আছে। যা একটানা ৮ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম অফার করবে। দীর্ঘ সময় ধরে গান শোনার জন্য বা স্টুডিও -তে কাজের জন্য এই হেডফোনটি সেরা।

OneOdio Pro-10 Over-Ear Headphone : ২,৪৫৯ টাকা (১২% ডিসকাউন্ট)

এই ওভার-ইয়ার হেডফোনকে ৬টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। হাই-ফ্রিকোয়েন্সি এবং ক্রিপ্স সাউন্ড কোয়ালিটির মিউজিক শোনার জন্য এই হেডফোনটি উপযুক্ত। এই হেডসেটের মেটেরিয়াল কোয়ালিটি খুবই ভালো এবং এটি অ্যাডজাস্টেবল ডিজাইন সহ এসেছে। এটি কানে ভালো ভাবে ফিট হওয়ার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড নয়েজকে অনেকাংশে কমিয়ে দেয়। এই হেডফোনে শেয়ার ফিচার আছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা, মিউজিক, মুভি বা অনলাইন টিভি শো -কে নিজেদের পরিবার-পরিজনদের সাথে শেয়ার করার মাধ্যমে একসাথে উপভোগ করতে পারবেন।

Boult Audio Bass Buds Q2 : ৬৯৯ টাকা (৭২% ডিসকাউন্ট)

আপনি যদি উন্নত কোয়ালিটির সাউন্ডের সাথে গান শুনতে চান, তাহলে বোল্টের এই হেডফোনটি খুবই ভালো বিকল্প হতে পারে। এটি, উন্নত মাইক কোয়ালিটি সহ দুর্দান্ত অডিও পারফরম্যান্স অফার করে। এতে একটি ইন-বিল্ট মাইক আছে। এই হেডসেটের স্পিকার অংশে আরামদায়ক লেদার প্যাডিং দেখা যাবে। ফলে, এটি কানে ভালো ভাবে ফিট হওয়ার সাথে, ৭০% থেকে ৮০% পর্যন্ত পারিপার্শ্বিক নয়েজকে আটকাবে। এর কন্ট্রোল প্যানেলে তিনটি বাটন আছে, যা মিউজিক ট্র্যাক নিয়ন্ত্রণ করতে এবং ভয়েস কলের উত্তর দিতে কাজে লাগবে। এই ডিভাইসের ব্লুটুথ রেঞ্জ, ১০ মিটার পর্যন্ত। হালকা ওজনের এই হেডফোনে ইউজাররা গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট পেয়ে যাবেন। সাথে ১০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইমও মিলবে। অনলাইন মুভি, চ্যাটিং, জুম কলিং এবং গেমিং -এর জন্য এই অডিও ডিভাইসটি আদর্শ।

OneOdio A71 Over-Ear Headphones With Mic : ২,৮৯৯ টাকা (১২% ডিসকাউন্ট)

এই ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনটি, গেমিং, পডকাস্টিং, কলিং, ই-লার্নিং, চ্যাটিং বা অফিস মিটিং করার ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিষেবা দেবে। এটিকে ব্লুটুথ গ্যাজেটের সাথে কানেক্ট করে ব্যবহার করা যাবে। এই হেডফোনে নয়েজ ক্যান্সেলিং ফিচার উপলব্ধ না থাকলেও, এটি বাহ্যিক হট্টগোলকে অনেকাংশে আটকাতে সক্ষম। আর, ইউজারদের রিভিউ অনুসারে এর মাইক কোয়ালিটি এবং অডিও পারফরম্যান্স প্রশংসনীয়। এতে একটি ডিটাচেবল মাইক, বুম মাইক এবং ২ মিটার লম্বা অডিও কেবল আছে। মাল্টিমিডিয়া অভিজ্ঞতা এবং স্টুডিও প্রোডাকশন কাজের জন্য এটিকে ব্যবহার করা যেতে পারে।

EKSA E3000 Gaming Headset With Noise Cancelling Mic : ২,৪৯৯ টাকা (১৭% ডিসকাউন্ট)

প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সরবরাহকারী এই গেমিং হেডফোনে, ২ মিটার লম্বা অডিও কেবল দেওয়া হয়েছে। আবার, কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোনের সাথে যাতে এই অডিও ডিভাইসকে কানেক্ট করা যায় তার জন্য একটি ৩.৫ মিমি দৈর্ঘ্যের অডিও জ্যাকও থাকছে রিটেল বক্সে। এই হেডফোনে নয়েজ রিডাকশন টেকনোলজি যুক্ত একটি মাইক থাকছে, যা পারিপার্শ্বিক কোলাহল আটকানোর পাশাপাশি দুর্দান্ত কোয়ালিটির সাউন্ড অফার করবে। এই ডিভাইসের বডিতে স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে। আর এটি ইলাস্টিক ডিজাইন সহ এসেছে, তাই কানে ভালো ভাবে ফিট হয়। এই হেডফোন কেনার ক্ষেত্রে, ৬টি কালার অপশন এবং ২ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাওয়া যাবে।

EKSA E900 Wired Stereo Gaming Headset : ২,৬৯৯ টাকা (১০% ডিসকাউন্ট)

ওয়্যার যুক্ত এই ওভার-ইয়ার হেডফোনটি গেমারদের জন্য খুবই ভালো। হাই-কোয়ালিটির গেম খেলার সময়ে এটি উন্নত মানের সাউন্ড অফার করবে। সাথে, নয়েজ ক্যান্সেলিং মাইকের মাধ্যমে স্পষ্ট ভাবে কথা বলতে পারবেন ইউজাররা। এতে থাকা কন্ট্রোল প্যানেলের সাহায্যে ভলিউম নিয়ন্ত্রণ এবং মিউজিক ট্র্যাক পরিবর্তন করা যাবে। আবার, কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য এই হেডফোনের সাথে ৩.৫ মিমির একটি অডিও জ্যাক দেওয়া হয়েছে। এতে অ্যাডজাস্টেবল মেটাল হেডব্যান্ড আছে এবং এর বিল্ড কোয়ালিটি খুবই ভাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন