Truecaller অ্যাপে নাম পরিবর্তন বা অ্যাকাউন্ট ডিলিট করবেন ভাবছেন? পদ্ধতি জানুন

বর্তমানে ৮০ শতাংশ মানুষের স্মার্টফোনেই Truecaller (ট্রুকলার) অ্যাপটি ইন্সটল থাকে। অ্যান্ড্রয়েড বা আইওএস – উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ এই অ্যাপ্লিকেশনটি মূলত ইউজারদের অজানা কল/মেসেজ আইডেন্টিফিকেশন, কল ব্লক ইত্যাদি সুবিধা দেয়। পাশাপাশি এতে ফ্ল্যাশ মেসেজিং বা চ্যাটিংয়েরও বিকল্পও মেলে। কিন্তু অসুবিধার বিষয় এটাই যে, Truecaller, নিজের পরিষেবার জন্য ইউজারদের কন্ট্যাক্ট বুক থেকে তথ্য সংগ্রহ করে। এতে কন্ট্যাক্টগুলি এই প্ল্যাটফর্মের ডেটাবেসে থাকার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে আপনারও যদি Truecaller-এর নাম কন্ট্যাক্ট অনুযায়ী সেভ থাকে এবং আপনি আপনার নাম পরিবর্তন করতে চান, তবে আপনার জন্যই আজকের প্রতিবেদন। শুধু তাই নয়, আজ আমরা Truecaller-এর অ্যাকাউন্ট ডিলিট এবং ট্যাগগুলি অপসারণ/সম্পাদনার উপায় আপনাদের সাথে শেয়ার করব।

কীভাবে Truecaller-এ নাম পরিবর্তন করবেন

১. প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে ট্রুকলার অ্যাপটি খুলুন।

২. এরপর ওপরের বাম দিকে (আইওএসে নীচে ডানদিকে) হ্যামবার্গার মেনু আইকনে ক্লিক করুন।

৩. নাম এবং ফোন নম্বরের পাশে অবস্থিত এডিট আইকনে ক্লিক করুন। আইওএস ইউজাররা প্রোফাইল এডিট অপশনটি বেছে নিন।

৪. এবার নির্দিষ্ট অপশন থেকে নাম এডিট করে সেভ করুন।

কীভাবে Truecaller অ্যাকাউন্ট ডিলিট বা ডিজেবল করবেন?

১. অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে ট্রুকলার অ্যাপ খুলুন।

২. একইভাবে ওপরের বাম দিকে (আইওএসে নীচে ডানদিকে) হ্যামবার্গার মেনু আইকনে ক্লিক করুন।

৩. তারপর সেটিংসে ট্যাপ করুন এবং প্রাইভেসি সেন্টার অপশনে যান।

৪. অ্যান্ড্রয়েড ডিভাইসে নিচের স্ক্রল করুন এবং স্ক্রিনে প্রদত্ত ‘ডিঅ্যাক্টিভেট’ অপশন বেছে নিন। অন্যদিকে আইওএসে ‘কিপ মাই ডেটা’ এবং ‘ডিলিট মাই ডেটা অপশন’-এর মধ্যে দ্বিতীয়টিতে ক্লিক করুন।

কীভাবে Truecaller প্রোফাইলে ট্যাগ এডিট বা ডিলিট করবেন?

১. প্রোফাইলের ট্যাগ অপশন পেতে ট্রুকলার অ্যাপের মেনু আইকনে ক্লিক করুন।

২. নাম এবং ফোন নম্বরের পাশে এডিট আইকনে ক্লিক করুন বা প্রোফাইল এডিট অপশন বেছে নিন।

৩. নীচের দিকে স্ক্রল করুন এবং ‘অ্যাড ট্যাগ’ অপশনটি নির্বাচন করুন। এখান থেকে যেকোনো ট্যাগ যুক্ত বা বিযুক্ত করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন