স্মার্টওয়াচে এত কিছু, লঞ্চ হল Huawei Watch Fit 2

ইউরোপীয় বাজারে আত্মপ্রকাশ করলো Huawei Watch Fit 2 স্মার্টওয়াচ। এটি ১.৭৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং প্রেস টু রিলিজ “লিংক” ডিজাইনের সাথে এসেছে। ফলে ইউজাররা তাদের পছন্দমতো এর ব্যান্ড পরিবর্তন করতে পারবেন। তাছাড়া নতুন এই স্মার্টওয়াচটি অ্যাক্টিভ এডিশন, ক্লাসিক এডিশন এবং এলিগ্যান্ট এডিশন এই তিনটি মডেলে উপলব্ধ। এর মধ্যে অ্যাক্টিভ এডিশন সিলিকন স্ট্র্যাপের, ক্লাসিক এডিশন লেদার স্ট্র্যাপের এবং এলিগ্যান্ট এডিশন মেটাল স্ট্র্যাপযুক্ত। উল্লেখ্য, এই ঘড়িটির সাথে সংস্থাটি লঞ্চ করেছে Huawei Watch GT 3 Pro, Huawei Band 7, Huawei Watch D স্মার্টওয়াচ। চলুন দেখে নেওয়া যাক Huawei Watch Fit 2 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Huawei Watch Fit 2 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ইউরোপীয় বাজারে হুয়াওয়ে ওয়াচ ফিট ২ অ্যাক্টিভ এডিশনের দাম করা হয়েছে ১৪৯ ইউরো (প্রায় ১২,১০০ টাকা)। এটি আইজেল ব্লু ,মিডনাইট ব্লাক এবং সাকুরা পিংক এই তিনটি কালারের স্ট্র্যাপ অপশনে এসেছে। অন্যদিকে, এর ক্লাসিক এডিশনের দাম ধার্য করা হয়েছে ১৯৯ ইউরো (প্রায় ১৬,২০০ টাকা)। এটি মুন হোয়াইট এবং নেবুলা গ্রে কালার স্ট্র্যাপে উপলব্ধ। আবার এর এলিগ্যান্ট এডিশনের দাম পড়বে ২৪৯ ইউরো (প্রায় ২০,২৫০ টাকা)। এটি প্রিমিয়াম গোল্ড এবং সিলভেরফ্রস্ট মিলানিস স্ট্র্যাপ অপশনে পাওয়া যাবে ।

Huawei Watch Fit 2 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

আগেই বলা হয়েছে নয়া হুয়াওয়ে ওয়াচ ফিট ২ স্মার্টওয়াচটি ১.৭৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৩৩৬x৪৮০ পিক্সেল। শুধু তাই নয়, এতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে এবং ওয়াচফেস স্টোর থেকে ঘড়িটির বিভিন্ন ওয়াচফেস ডাউনলোড করে নেওয়া যাবে। এছাড়া ঘড়িটির ডানদিকে রয়েছে একটি বাটন এবং এটিকে স্পর্শের মাধ্যমে চালনা করা সম্ভব ।

অন্যদিকে, অ্যাক্টিভ এডিশন মডেলে পলিমার ফ্রন্ট এবং রেয়ার কেস দেওয়া হয়েছে। ক্লাসিক এবং এলিগ্যান্ট এডিশনে রয়েছে পলিমার রেয়ার কেসের সাথে এলমিনিয়াম ফ্রন্ট কেস। উপরন্তু ঘড়িটিতে পাওয়া যাবে প্রেস রিলিজ “লিংক” ডিজাইন অর্থাৎ ক্রেতারা তাদের পছন্দমতো ঘড়ির স্ট্র্যাপ পরিবর্তন করতে পারবেন।

হুয়াওয়ে ওয়াচ ফিট ২ স্মার্টওয়াচের ফিচার প্রসঙ্গে বলতে গেলে, ইউজাররা নিজেদের ফোন থেকে তাদের পছন্দমতো ফটো ঘড়ির ওয়াচফেস হিসাবে ব্যবহার করতে পারবেন। এর জন্য তাদের হুয়াওয়ে হেলথ অ্যাপ (Huawei Health App) কিংবা ওয়ানহোপ ( OneHop ) অ্যাপের সাহায্য নিতে হবে ।

তদুপরি ,ঘড়িটিতে একাধিক ফিটনেস ফিচার উপস্থিত । এর মধ্যে থাকছে সাইক্লিং রানিং সুইমিং ইত্যাদি। শুধু তাই নয়, ঘড়িটি রিয়েল টাইম রানিং ডেটা, সিডেন্টারি রিমাইন্ডার জানান দেওয়ার পাশাপাশি এবং ৯৭ টি ওয়াকআউট মোড সাপোর্ট করবে। সাথে হেলথ ফিচার হিসেবে থাকছে ব্লাড অক্সিজেন লেভেল, হার্ট রেট মনিটর, স্লিপ এবং স্ট্রেস ট্র্যাকার।

Huawei Watch Fit 2 স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে একবার চার্জে এটি ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। এছাড়া ঘড়িটিকে ম্যাগনেটিক চার্জারের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। এর কানেক্টিভিটি অপশনে থাকছে ওয়াইফাই এবং ব্লুটুথ ৫.২ সাপোর্ট। এমনকি এর তিনটি মডেল ব্লুটুথ কলিং ফিচার, মিউজিক কন্ট্রোল এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে এবং জল থেকে সুরক্ষা দিতে ৫এটিএম রেটিংসহ এসেছে। সর্বোপরি, ঘড়িটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।