20 হাজার টাকায় নজরকাড়া ক্যামেরা, সাথে গুচ্ছের কাজের ফিচার! দেখুন 10টি সেরা ফোনের তালিকা

Best Camera Smartphones Under 20000: এই কয়েক বছরে স্মার্টফোন যেমন আমাদের জীবনের একটা সাধারণ অংশ হয়ে দাঁড়িয়েছে, তেমনই এখন মুঠোফোনের মাধ্যমে ফটোগ্রাফি করাটাও কার্যত নেশায় পরিণত হয়েছে। কারণ মোবাইলের উন্নতমানের ক্যামেরা সেন্সর এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে যেকোনো মুহূর্ত এবং বিষয়বস্তুকেই সহজে ক্যামেরাবন্দি করা যাচ্ছে। আর এই কারণেই অধিকাংশ ক্রেতা এখন নতুন ফোন কেনার সময় সেটির মেগাপিক্সেল, সেন্সর ডিটেইলস ইত্যাদির ওপর গুরুত্ব দিচ্ছেন। বাজারের দিকে দেখলে, Apple iPhone বা Samsung, Google-এর মতো ব্র্যান্ডের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনগুলিতে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির জনপ্রিয়তায় থাকে। কিন্তু এগুলির দাম সাধারণত বেশি হওয়ায় চাইলেও সবাই কিনতে পারেননা। সেক্ষেত্রে আপনি যদি এই বছর শেষের মুখে দাঁড়িয়ে একটি ভালো ক্যামেরা ফোন কিনতে চান এবং আপনার বাজেট হয় ২০ হাজার টাকা, তাহলে মন খারাপের প্রয়োজন নেই। কারণ একেবারে প্রিমিয়াম ইমেজ আউটপুট না দিলেও বাজারে এই দামে এমন অনেক ফোন আছে যেগুলি ভালো ভালো ছবি তুলতে সাহায্য করবে। এই প্রতিবেদনে আমরা Amazon India-তে উপলব্ধ এমনই ১০টি ফোনের হদিশ দেব, যাতে অন্যান্য বহু কাজের ফিচারও মিলবে।

২০,০০০ টাকার মধ্যে এইসব ফোনে পাবেন ভালো ক্যামেরা, দেখুন লিস্ট

  • Samsung Galaxy M34: দাম ১৬,৪৯৯ টাকা।

এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি নো সেক (No shake) ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি এস-অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস ১২৮০ প্রসেসর এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি আছে।

  • iQOO Z7s: দাম ১৬,৯৯৯ টাকা।

এই ফোনে ৬৪ মেগাপিক্সেল ওআইএস (OIS) প্রাইমারি ক্যামেরার সাথে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৩৮ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের মতো ফিচার পাবেন।

  • Vivo Y56 5G: দাম ১৭,৩৯৯ টাকা।

এতেও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে। আবার ফোনটি ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারিও অফার করবে।

  • Motorola G54: দাম ১৮,৯৯৯ টাকা।

এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং কোয়াড পিক্সেল প্রযুক্তি আছে। সাথে রয়েছে ১২০ হার্টজ ৬.৫৫ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি পি-ওলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

  • Redmi Note 12 Pro 5G: দাম ১৯,৭৪০ টাকা।

স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল (Sony IMX766 সেন্সর) প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইত্যাদি ফিচার দেখতে পাবেন।

  • Poco X5 Pro: দাম ১৮,৮৯৯ টাকা।

স্মার্টফোনটিতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার সাথে ১২০ হার্টজ ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ পাবেন।

  • Lava Agni 2: দাম ১৯,৯৯৯ টাকা।

এই দেশীয় ফোনে পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৪,৭০০ এমএএইচ ব্যাটারির মতো কাজের ফিচার।

  • Oppo A79: দাম ১৯,৯৯৯ টাকা।

এটিতেও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ ৯০ হার্টজ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর, ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন।

  • Realme Narzo 60: দাম ১৯,৯৯৯ টাকা।

এই ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

  • Tecno Camon 20 Pro: দাম ১৯,৯৯৯ টাকা।

এটি ৬৪ মেগাপিক্সেল আরজিবিডব্লিউওআইএস প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে আসে। এছাড়া এতে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর, রিং ফ্ল্যাশলাইট ইত্যাদি ফিচার আছে।