Tecno Pova 2 বিশাল বড় 7000mAh ব্যাটারি সহ সস্তায় লঞ্চ হল, রয়েছে কোয়াড ক্যামেরা

বাজেট স্মার্টফোন নির্মাতা, Tecno তাদের Pova সিরিজের নতুন ফোন হিসেবে আজ Tecno Pova 2 লঞ্চ করলো। আপাতত ফোনটি ফিলিপাইনে পাওয়া যাবে। এই ফোনের মূল আকর্ষণ এর ব্যাটারি ক্যাপাসিটি। Tecno Pova 2 ফোনটি 7,000mAh ব্যাটারি সহ এসেছে। এছাড়া এই ফোনে পাওয়া যাবে MediaTek Helio G85 প্রসেসর, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Tecno Pova 2 এর দাম

ফিলিপাইনে Tecno Pova 2 এর দাম রাখা হয়েছে PHP 7,990, যা প্রায় 12,000 টাকার সমান। এই মূল্য রাখা হয়েছে ফোনটির 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজের। ফোনটি ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আশা করা যায় শীঘ্রই Tecno Pova 2 ভারত সহ অন্যান্য মার্কেটেও উপলব্ধ হবে।

Tecno Pova 2 এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের Tecno Pova 2 ফোনে আছে 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz এবং ডিজাইন পাঞ্চ হোল। এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর MediaTek Helio G85 প্রসেসর। সাথে রয়েছে 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরো বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Tecno Pova 2 ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও AI ফটোগ্রাফির জন্য 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7,000mAh ব্যাটারি রয়েছে। যার সাথে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য ফোনে‌ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ। ফোনটি Android 11 বসড HiOS 7.6 কাস্টম ওএস-এ চলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন