সামনে এল 5G ফোন Vivo X50 এর দাম, শীঘ্রই ভারতে আসছে

চীনা স্মার্টফোন কোম্পানি ভিভো সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Vivo X50 লঞ্চ করেছে। এই সিরিজে তিনটি ফোন আছে Vivo X50, X50 Pro ও X50 Pro+। এই সিরিজে কোম্পানি Gimble ক্যামেরা ফিচার ব্যবহার করেছে। পাশাপাশি তিনটি স্মার্টফোনই 5G কানেক্টিভিটির সাথে এসেছে। এছাড়াও এখানে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এর মধ্যে Vivo X50, X50 Pro ফোনে কোম্পানি স্ন্যাপড্রাগন ৭৬৫ জি প্রসেসর ব্যবহার করেছে। আবার স্নাপড্রাগণ ৮৬৫ প্রসেসরের সাথে এসেছে Vivo X50 Pro+।

এদিকে ভিভো এক্স ৫০ সিরিজ চীনে লঞ্চ হলেও এর দাম জানা যায়নি। তবে Vivo X50 5G এর দুটি স্টোরেজের দাম সম্প্রতি সামনে এল। জানা গেছে ভিভো এক্স ৫০ ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,০০০ টাকা এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪১,৫০০ টাকা। ভারতে এই সিরিজকে কোম্পানি জলদি নিয়ে আসবে। ভিভো ইন্ডিয়ার সিইও জেরোম চেন তার ফেসবুক পেজে এই তথ্য দিয়েছেন। যদিও ঠিক কবে ভিভো এক্স ৫০ সিরিজ ভারতে আসবে তা জানা যায়নি।

Vivo X50 সিরিজ স্পেসিফিকেশন :

ভিভো এক্স ৫০ ফোনে ৬.৫৬ ইঞ্চি এমোলেড ফ্লাট ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের পাঞ্চ হোল কাট আউটের মধ্যে পাবেন ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা স্ট্যান্ডার্ড ওআইএস এর সাথে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর ও ১৩ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। ফোনে ৮ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর উপলব্ধ। এখানে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

এদিকে ভিভো এক্স ৫০ প্রো ফোনে ৬.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের পিছনেও আছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৯৮ সেন্সর। অন্য ক্যামেরাগুলি হলো ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স ও ১৩ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৪,৩১৫ এমএএইচ ব্যাটারি রয়েছে।

এই সিরিজের সবচেয়ে দামি মডেল হল Vivo X50 Pro+। এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। ফোনে ৬.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০ x ২৩৭৬ পিক্সেল। সিকিউরিটির জন্য এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL GN1 সেন্সর যুক্ত কোয়াড ক্যামেরা সেটআপ আছে। অন্যান্য ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স ও ১৩ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *