AI-এর সাহায্যে উন্নত ফোন তৈরি করছে Sony, থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ

বিগত কয়েক সপ্তাহ ধরে জল্পনা চলছে যে, সনি (Sony) তাদের Xperia 1 লাইনআপের অধীনে একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর কাজ করছে, যা এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বাজারে পা রাখতে পারে। এই মডেলটি Sony Xperia 1 VI নামে আত্মপ্রকাশ করবে বলে খবর। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয় যে, ফোনটি তিনটি অত্যাধুনিক 48 মেগাপিক্সেলের Exmor T সেন্সর সহ আসবে। কিন্তু এখন, নয়া সূত্রের দাবি, Xperia 1 VI-এর প্রধান ক্যামেরাটিই শুধুমাত্র ৪৮ মেগাপিক্সেলের হবে, বাকি দুটি নয়।

Sony Xperia 1 VI ক্যামেরা হার্ডওয়্যার হতাশ করতে পারে অনুরাগীদের

চীনা মাইক্রো-ব্লগিং সাইট ওয়েইবো-এর একটি পোস্ট অনুসারে, সনি এক্সপেরিয়া 1 ভিআই-এর ক্যামেরা সেটআপের মধ্যে এফ/1.9 অ্যাপারচার ও 24 ফোকাল লেন্থ সহ 48 মেগাপিক্সেলের 1/1.35 প্রধান ক্যামেরা থাকবে, যার সাথে এফ/2.2 অ্যাপারচার ও 16 মিলিমিটার ফোকাল লেন্থ সহ একটি 12 মেগাপিক্সেলের 1/2.5 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 12 মেগাপিক্সেলের এফ/2.3, 85 মিমি, এফ/2.8, 125 মিমি, 1/3.5 টেলিফটো ক্যামেরা যুক্ত থাকবে। এটি পূর্বসূরি এক্সপেরিয়া 1 ভি-তে থাকা একই ক্যামেরা হার্ডওয়্যার বলে মনে করা হচ্ছে, যা গত বছর প্রথমবারের এক্সমোর টি (Exmor T) সেন্সরের সাথে আত্মপ্রকাশ করেছিল।

যদি এই ক্যামেরা কনফিগারেশনটি সঠিক হয়, তাহলে সম্ভবত সনি তাদের নতুন ফ্ল্যাগশিপে হার্ডওয়্যারের পরিবর্তে সফ্টওয়্যার উন্নতির দিকে মনোনিবেশ করা সিদ্ধান্ত নিচ্ছে, সম্ভবত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর সাহায্যে। Sony Xperia 1 VI-এর ডিজাইনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব বেশি।

সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, সনি তাদের আসন্ন এক্সপেরিয়া ফ্ল্যাগশিপ থেকে 21:9 অ্যাসপেক্ট রেশিওকে বাদ দিয়ে 19.5:9 অনুপাতের সাথে এটিকে মূলধারায় স্মার্টফোনগুলির মতো তৈরি করবে। এর ফলে আসন্ন ডিভাইসটি পূর্বসূরী মডেলগুলির তুলনায় দৈর্ঘ্যে ছোট এবং প্রশস্ত হবে।