Xiaomi স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, আপনার ফোনে আর হানা দেবে না ভাইরাস

বর্তমান সময়ে স্মার্টফোনে ম্যালওয়্যার আক্রমণ নিয়ে আশঙ্কা বেড়েই চলেছে; প্রায়দিনই, ম্যালিশিসিয়াস অ্যাপ সম্পর্কে ইউজারদের সতর্ক করা হচ্ছে। তবে শুধু সর্তক নয়, আগামী দিনে ম্যালওয়্যার আক্রমণ কমাতে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি সংস্থা Xiaomi (শাওমি) এবার মাঠে নামছে। জানা গেছে যে, চীনা ফার্মটি হালফিলে এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যা তার ডিভাইসের ইউজারদের ম্যালিশিসিয়াস APK ফাইল ইনস্টল করতে বাধা দেবে এবং ম্যালওয়্যার আক্রমণ থেকে রক্ষা করবে। সোজা ভাষায় বললে, ফিচারটি থার্ড পার্টি অ্যাপ স্টোর ব্যবহার বা সাইডলোডেড অ্যাপ ডাউনলোডের সময় ম্যালওয়্যার যুক্ত ফাইল ইনস্টলের ঝুঁকি এড়াবে। আইটিহোমের রিপোর্ট অনুযায়ী, Xiaomi-র এই বিশেষ ফিচার ‘পিওর মোড’ (ম্যালিশিসিয়াস) নামে আসবে যা এনাবেল বা ডিজেবল করা যাবে ইচ্ছেমত।

কিভাবে কাজ করবে Xiaomi-র ‘Pure Mode’ ফিচার?

রিপোর্টে বলা হয়েছে, শাওমির ফোনে ডাউনলোড করা ৪০% এপিকে (APK) সিকিউরিটি অডিট পাস করে না; এর মধ্যে ১০% অ্যাপ্লিকেশন ঝুঁকিপূর্ণ হিসাবে স্বীকৃত। সেক্ষেত্রে নতুন পিওর মোড বৈশিষ্ট্যটি চালু হলে দুর্ঘটনাক্রমে (অ্যাক্সিডেন্টাল) এপিকে ডাউনলোড, ব্যাকগ্রাউন্ড ইনস্টলেশন এবং এই জাতীয় অন্যান্য সমস্যার প্রতিরোধ হবে। তাছাড়া ইউজাররা ফোনের অ্যাপ্লিকেশনগুলির ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন।

কবে আসবে ‘Pure Mode’ ফিচার?

নতুন ফিচারটি কবে বা কখন ইউজারদের জন্য উপলব্ধ হবে সে বিষয়ে সংস্থাটি এখনো কিছুই জানায়নি। তবে রিপোর্ট দাবি করা হয়েছে যে পিওর মোড বৈশিষ্ট্যটি বর্তমানে বিটা পর্যায়ে রয়েছে যা কেবল চীনে সীমাবদ্ধ।

প্রসঙ্গত, শাওমি সম্প্রতি ভারতে Redmi 10 Prime নামের স্মার্টফোন এবং Redmi Earbuds 3 Pro নামে একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাড চালু করেছে। এর মধ্যে বাজেট রেঞ্জে আসা ফোনটিতে পাওয়া যাবে ৬ জিবি পর্যন্ত র‌্যাম, মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা। অন্যদিকে, ২,৯৯৯ টাকা মূল্যের ইয়ারবাডটি তিনটি রঙের বিকল্প, অটোপ্লে অপশন, IPX4 রেটিং এবং শক্তিশালী ব্যাটারি বাজারে পা রেখেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন