Fire Boltt Apollo: সস্তায় গোলাকার ডায়ালের সাথে চমকদার স্মার্টওয়াচ লঞ্চ হল

Fire Boltt Apollo স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা

জনপ্রিয় ওয়্যারেবল ব্র্যান্ড Fire Boltt ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ, যার নাম Fire Boltt Apollo। ১.৪৩ ইঞ্চি অলওয়েজ অন অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে নতুন এই ঘড়িটি। আর এতে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ১০০টি স্পোর্টস মোড। সংস্থাটি দাবি করেছে, যে সমস্ত ক্রেতারা পুরনো ধাঁচের গোলাকার ডায়াল সহ স্মার্ট ফিচারযুক্ত স্মার্টওয়াচ পছন্দ করেন, তাদের জন্য এই ঘড়িটি উপযুক্ত। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire Boltt Apollo স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire Boltt Apollo স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফায়ারবোল্ট অ্যাপোলো স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। ব্ল্যাক, গ্রে এবং পিঙ্ক এই তিনটি কালার অপশনে এসেছে নতুন এই ঘড়িটি। প্রসঙ্গত উল্লেখ্য, ই কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রেতারা কিনে নিতে পারবেন এই স্মার্টওয়াচ।

Fire Boltt Apollo স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ফায়ার বোল্ট অ্যাপোলো স্মার্টওয়াচটি ১.৪৩ ইঞ্চি গোলাকৃতির অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে, যার রেজোলিউশন ৪৬৬x৪৬৬ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। আবার ডিসপ্লেটি ৬০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে।

অন্যদিকে, ঘড়িটিতে ১০০টি স্পোর্টস মোড এবং একাধিক হেলথ ফিচার উপলব্ধ। এর মধ্যে উল্লেখযোগ্য SpO2 সেন্সর, হার্ট রেট মনিটর, স্লিপ মনিটর ইত্যাদি। আবার হেলদি লাইফস্টাইলের জন্য ঘড়িটি সিডেন্টারি রিমাইন্ডারও দেবে।

এবার আসা যাক Fire Boltt Apollo স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ৫ দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং স্ট্যান্ডবাই মোডে ৪৮০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তদুপুরি ঘড়িটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ব্লুটুথ কলিং। শুধু তাই নয়, ওয়্যারেবলটিতে থাকছে অ্যালার্ম ক্লক, ওয়েদার আপডেট, রিমাইন্ডার, মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, স্মার্ট নোটিফিকেশন ইত্যাদি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP67 রেটিংসহ এসেছে।