2022 BMW G310 R: বিএমডব্লিউ-এর সবচেয়ে সস্তা মোটরবাইক নতুন রঙে লঞ্চ হল

প্রত্যেক বছরই বিএমডব্লু মোটোর‌্যাড (BMW Motorrad) তাদের মোটরবাইকগুলিতে আপডেট আনে। কখনও থাকে বড় মাপের আপডেট – মেকানিক্যাল স্পেসিফিকেশন পরিবর্তিত হয়। বৈচিত্র্য আসে ফিচারে! লুকসেও আসে পরিবর্তন। আবার কখনও কেবলমাত্র নতুন পেইন্ট স্কিম চালু করার মাধ্যমে নতুনত্ব আনার চেষ্টার করে সংস্থাটি। বিএমডব্লু-র সবচেয়ে সস্তা বাইক G310 R-এর নতুন ক্ষেত্রে অবশ্য শেষ উদ্যোগটি নিতেই দেখা গেল। দু’টি নতুন রঙে সেজে 2022 BMW G310 R পা রাখল ভারতে।

2022 BMW G310 R কালার আপডেট

২০২২ বিএমডব্লু জি৩১০ আর এখন থেকে পাওয়া যাবে দু’রকম কালারে। একটি পেইন্ট স্কিমে, বিএমডব্লু জি৩১০ আর-এর হুইল ও ফ্রেমে লাল রঙের আধিক্য রয়েছে। বডি প্যানেলগুলি ও ফুয়েল ট্যাঙ্কে সাদা রঙ করা হয়েছে। আবার হেডল্যাম্প কাউল, ফুয়েল ট্যাঙ্ক, ও রিয়ার প্যানেলে রয়েছে লাল ও নীল রঙের গ্রাফিক্স।

এছাড়া ২০২২ বিএমডব্লু জি৩১০ আর কসমেটিক ব্ল্যাক কালারে এসেছে। চেসিস, হুইল, এবং বডিতে রয়েছে ব্ল্যাক ফিনিশ। এছাড়া বাইকটির অন্যান্য স্পেসিফিকেশন ও ফিচারগুলি সম্পূর্ণরূপে অপরিবর্তিত।

2022 BMW G310 R ইঞ্জিন ও ফিচার

৩১৩ সিসি-র লিকুইড কুল্ড ইঞ্জিন আছে বিএমডব্লু জি৩১০ আর মোটরবাইকে। যা ৩৩.৫ বিএইচপি শক্তি ও ২৮ এনএম টর্ক উৎপাদন করতে পারে। বাইকটির ফিচারের মধ্যে ফুল-এলইডি লাইটিং, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়েল-চ্যানেল এবিএস, স্লিপার ক্ল্যাচ, এবং অ্যাডজাস্টেবল লিভার অন্তর্ভুক্ত।

2022 BMW G310 R দাম

পুরনো মডেলের মতো একই দামে পাওয়া যাবে ২০২২ বিএমডব্লু জি৩১০ আর। এর এক্স-শোরুম দাম ২.৬০ লক্ষ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন