দীপাবলির আগে TCL লঞ্চ করল পাঁচ-পাঁচটি জবরদস্ত Smart TV, ছবি-শব্দে মুগ্ধ হবে যে-কেউ!

দুর্গাপুজো শেষ হলেও, ভারতে উৎসবের মরসুম এখনও শেষ হয়নি। সবেমাত্র ক্যালেন্ডারে নতুন পাতা যুক্ত হয়েছে, আর কয়েকটা দিন পরেই দীপাবলি মানে আলোর রোশনাই! এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানি TCL এদেশের বাজারে নতুন স্মার্ট টিভি সম্ভার লঞ্চ করেছে। এক্ষেত্রে কোম্পানি, TCL C755 এবং P745 নামে দুটি সিরিজ বাজারে এনেছে, যেগুলিতে ৯৮ ইঞ্চি পর্যন্ত সাইজের ডিসপ্লে বেছে নেওয়ার বিকল্প মিলবে। তাছাড়া এই নতুন টেলিভিশন মডেলগুলি ইউনিবডি ডিজাইনের সাথে হাই রিফ্রেশ রেট এবং অত্যাধুনিক উদ্ভাবনী প্রযুক্তি (যেমন ডলবি অ্যাটমোস, ডলবি ভিশন ইত্যাদি) অফার করবে। তবে এগুলির দাম শুনে আপনার চোখ কপালে উঠতে পারে! কেন? আসুন তবে নতুন TCL C755 এবং P745 স্মার্ট টিভি সিরিজের দাম, লভ্যতা এবং পাশাপাশি এদের স্পেসিফিকেশন এক নজরে দেখে নিই।

নতুন TCL C755 এবং P745 Smart TV সিরিজের দাম, উপলব্ধতা

টিসিএল সি৭৫৫ টিভি লাইনআপ আদতে কিউডি-মিনি (QD-Mini) এলইডি টিভি সিরিজ হিসেবে এসেছে, যাদের দাম শুরু ৮৯,৯৯০ টাকা থেকে। এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেলটি কিনতে ৪,৯৯,৯৯০ টাকা খরচ করতে হবে৷ অন্যদিকে সংস্থার দ্বিতীয় সিরিজে একটিই মডেল আছে, এক্ষেত্রে পি৭৪৫ ৪কে (4K) টিভির দাম রাখা হয়েছে প্রায় ৩,০৯,৯৯০ টাকা। টিসিএলের ঘোষণা অনুযায়ী, তাদের এই সমস্ত স্মার্ট টিভিগুলি ক্রোমা (Croma), রিলায়েন্স ডিজিটাল (Reliance Digital) এবং নেতৃস্থানীয় স্টোর থেকে কেনা যাবে।

TCL C755 Smart TV-র স্পেসিফিকেশন

TCL C755 QD-Mini LED TV 4K TV সিরিজে চারটি ভিন্ন ডিসপ্লে আকারের মডেল আছে – ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৭৫ ইঞ্চি এবং ৮৫ ইঞ্চি। এই সিরিজে ১৪৪ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ ডিএলজি (DLG), ৬০০০:১ কনট্রাস্ট রেশিও, ১৬:৯ অ্যাসপেক্ট রেশিও, ৫০০ নিটস ব্রাইটনেস এবং ৯৬% ডিসিআই-পি৩ (DCI-P3) সহ মিনি এলইডি ভিএ ৪কে আল্ট্রা এইচডি ডিসপ্লে আছে যা ডলবি ভিশন আইকিউ, এইচএলজি, এইচডিআর১০+ ইত্যাদি প্রযুক্তি সাপোর্ট করবে। এক্ষেত্রে পারফরম্যান্সের জন্য টিভিগুলিতে দেওয়া হয়েছে AiPQ 3.0 প্রসেসর, যেখানে সফ্টওয়্যার হিসেবে বিল্ট-ইন গুগল টিভিওএস মিলবে। আবার অডিও আউটপুটের জন্য এগুলি বহন করবে ডলবি অ্যাটমোস এবং (DTS-HD+DTS) ভার্চুয়াল এক্স অপশন। কানেক্টিভিটি ফিচারের কথা বললে, টিসিএল সি৭৫৫ টিভি লাইনআপ ব্লুটুথ ৫.২ ভার্সন, ওয়াই-ফাই ৬, এইচডিএমআইয়ের মতো বিকল্প দেবে। ইউজাররা এই সিরিজের টিভি কিনলে এএমডি ফ্রি-সিঙ্ক (AMD FreeSync) প্রিমিয়াম প্রো ফিচারের সুবিধাও পাবেন।

TCL P745 Smart TV-র স্পেসিফিকেশন

TCL P745 লেটেস্ট টিভিতে ১৪৪ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ১২০ হার্টজ ডিএলজি, ৬০০০:১ কনট্রাস্ট রেশিও, ১৬:৯ অ্যাসপেক্ট রেশিও, ৫৫০ নিটস ব্রাইটনেস এবং ৯৫% ডিসিআই-পি৩ সাপোর্টসহ ৪কে বেজেললেস ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতেও ডলবি ভিশন আইকিউ, এইচএলজি ও এইচডিআর১০+ প্রযুক্তির সুবিধা মিলবে। এছাড়া এই টিভিটিও গুগল টিভিওএসের সাহায্যে চলবে। সাউন্ড আউটপুটের ক্ষেত্রে এটি ১০ ওয়াটের ২টি স্পিকার ও ২০ ওয়াটের ১টি স্পিকার অফার করবে। একইভাবে কানেক্টিভিটির জন্য টিসিএল পি৭৪৫ টিভিতেও ব্লুটুথ ৫.২ ভার্সন, ওয়াই-ফাই ৬, এইচডিএমআইয়ের মতো অপশন পাবেন। আবার এটিতে দেখা যাবে গেম মাস্টার ২.০, মিরাকাস্ট, ভিডিও চ্যাট, গুগল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি স্মার্ট ফিচারও।