Samsung Galaxy A54 এর ব্যাটারি পাওয়ার ফাঁস হল, লঞ্চের আগেই সমস্ত স্পেসিফিকেশন জেনে নিন

স্যামসাং (Samsung) বর্তমানে তাদের Galaxy A-সিরিজের নতুন স্মার্টফোন, Galaxy A54 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ দক্ষিণ কোরিয়ান কোম্পানির এই আসন্ন ডিভাইসটি Galaxy A53-এর উত্তরসূরি হিসেবে আসবে। ইতিমধ্যেই বেশ কিছু সার্টিফিকেশন এবং লিক থেকে হ্যান্ডসেটটির সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। আর এখন, Galaxy A54-কে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে, যা ফোনটির মডেল নম্বরের পাশাপাশি ব্যাটারির ক্ষমতা সম্পর্কেও জানিয়েছে।

Samsung Galaxy A54 5G পেল TENAA-এর অনুমোদন

SM-A5400 মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি টেনা সার্টিফিকেশন ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা অনুসারে, ফোনটি ৪,৯০৫ এমএএইচ ব্যাটারি অফার করবে। এছাড়াও, টেনা তালিকা থেকে জানা গেছে যে, ডিভাইসটিতে ৫জি সাপোর্ট, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এ৫৪ ৫জি-এ ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে৷ ফোনটি কিছুদিন আগে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও উপস্থিত হয়েছিল, যার তালিকাটি প্রকাশ করেছে যে, হ্যান্ডসেটটি অক্টা-কোর এক্সিনস ১৩৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ থাকতে পারে।

স্যামসাংয়ের এই ফোনটি ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টেও লঞ্চ হতে পারে, যা সম্ভবত ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। গিকবেঞ্চ তালিকাটি এও জানিয়েছে যে, গ্যালাক্সি এ৫৪ ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমে রান করবে। এছাড়াও ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A54 5G-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করতে পারে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত থাকতে পারে। হ্যান্ডসেটটি ৫জি সাপোর্ট, ওয়াই-ফাই ৬ সংযোগ এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে। Galaxy A54 চারটি কালার অপশনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে – অসাম হোয়াইট, অসাম গ্রাফাইট, অসাম লাইম এবং অসাম পার্পল।

উল্লেখ্য, ডিজাইনের দিক থেকে Galaxy A54 5G সদ্য লঞ্চ হওয়া Galaxy S23 সিরিজের অনুরূপ হবে বলে মনে করা হচ্ছে। ফোনটি জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং সহ আসবে বলে জানা গেছে। এছাড়া, হ্যান্ডসেটটির পরিমাপ হবে ১৫৮.৩ × ৭৬.৭ × ৮.২ মিলিমিটার। এর আগে, এই গ্যালাক্সি A-সিরিজের হ্যান্ডসেটটিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছে, যা ইঙ্গিত করে যে ডিভাইসটি শীঘ্রই ভারতেও লঞ্চ হতে পারে।