Apple iPad-কে টেক্কা দিতে ময়দানে Samsung Galaxy Tab S9 Plus, ফার্স্ট লুক প্রকাশ্যে

স্যামসাং (Samsung) তাদের পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম ট্যাবলেট সিরিজটি ভারতের বাজারে লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। Galaxy Tab S9 লাইনআপের লঞ্চের মাধ্যমে, কোম্পানি এদেশে তাদের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট সিরিজটি রিফ্রেশ করার পরিকল্পনা করছে। স্যামসাং এই লাইনআপের অধীনে তিনটি ট্যাবলেট লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে, এগুলি হল – বেস Tab S9, Tab S9 Plus এবং টপ-এন্ড Tab S9 Ultra। সম্প্রতি স্ট্যান্ডার্ড Samsung Galaxy Tab S9 সম্বন্ধে কিছু বিবরণ অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন একটি নতুন রিপোর্টে উচ্চতর S9 Plus-এর ডিজাইন রেন্ডার প্রকাশ করা হয়েছে, যা সকল কোণ থেকে এর ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের ডিজাইনটি তুলে ধরেছে। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Samsung Galaxy Tab S9 Plus-এর ডিজাইন রেন্ডার

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাস একটি প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট হিসেবে আগামী দিনে লঞ্চ হতে চলেছে। এটি তার পূর্বসূরি গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস মডেলের তুলনায় কিছু ছোটখাট আপগ্রেড অফার করবে বলে আশা করা হচ্ছে। আবার, এর ডিজাইনেও কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। উলফ অফ ট্যাবলেট ও সুপরিচিত টিপস্টার অনলিক্স যৌথভাবে গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাস-এর কিছু ডিজাইন রেন্ডার শেয়ার করেছে। এই ছবিগুলি প্রকাশ করেছে যে, ট্যাবটির রিয়ার ক্যামেরা মডিউলের ডিজাইন আগের মডেলের থেকে ভিন্ন হবে।

নতুন ট্যাবটির পিছনে দুটি বৃত্তাকার ক্যামেরা কাটআউট দেখা যাবে, যার নীচে একটি এলইডি ফ্ল্যাশ উপস্থিত থাকবে। এই ক্যামেরা সেটআপের ডিজাইনটি ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের অনুরূপ, যা গত ফেব্রুয়ারিতে লঞ্চ করা হয়েছে। আর এস পেন (S Pen) স্টাইলাসের জন্য ট্যাব এস৯ প্লাস-এর পিছনের প্যানেলের নীচের দিকে একটি ম্যাগনেটিক স্ট্রিপ অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

অন্যদিকে, ডিভাইসটির ডিসপ্লের আকার গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস-এর মতোই হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ট্যাব এস৯ প্লাসে ১২.৯ ইঞ্চির স্ক্রিন থাকবে। ট্যাবলেটটি ১,৭৫২×২,৮০০ পিক্সেল রেজোলিউশন এবং ২৬৬ পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে। দ্বিতীয় প্রধান লক্ষণীয় পরিবর্তন, যা আসন্ন স্যামসাং ট্যাবলেটে দেখা যাবে বলে আশা করা হচ্ছে, তা হল সামনের দিকে একটি সেকেন্ডারি সেন্সর। বর্তমান গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজে সেলফি তোলা ও ভিডিও কল করার জন্য ডিসপ্লের ডান বেজেলে একটি সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এছাড়াও, নতুন Galaxy Tab S9 Plus-এর ডিজাইন রেন্ডার প্রকাশ করেছে যে, এর ডান বেজেলে দুটি সেন্সর রয়েছে। প্রধান সেন্সরের নীচের অজানা সেকেন্ডারি সেন্সরটি আল্ট্রা-ওয়াইড লেন্স হবে না অন্য কোনও কার্যকারিতা প্রদান করবে, তা এখনও জানা যায়নি।

Galaxy Tab S9 Plus-এর পরিমাপ ২৮৫.৪ x ১৮৫.৪ x ৫.৬৪ মিলিমিটার হবে বলে দাবি করা হয়েছে। তুলনায়, Galaxy Tab S8 Plus-এর পরিমাপ ছিল ২৮৫ x ১৮৫ x ৫.৭ মিলিমিটার। তাই দেখে মনে হচ্ছে যে, স্যামসাংয়ের এই ট্যাবলেটটি তার পূর্বসূরির তুলনায় কিছুটা স্লিম হবে। এতে কোন ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকবে না, তবে ট্যাবলেটটির নীচে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি কোয়াড-স্পিকার সেটআপ দেখা যাবে।

বিভিন্ন সূত্র মারফৎ Tab S9 সিরিজের বেশ কিছু বৈশিষ্ট্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এই লাইনআপের ট্যাবলেটগুলি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং প্রাপ্ত চ্যাসিসের সাথে আসবে বলে জানা গেছে। ট্যাবলেটগুলি চলতি বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ স্যামসাং আগামী জুলাই বা আগস্ট মাসে তাদের ফ্ল্যাগশিপ Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 ফোল্ডেবল ফোনগুলির পাশাপাশি S9 সিরিজের ট্যাবের ওপর থেকেও পর্দা সরাতে পারে৷