সস্তায় ৮ জিবি র‌্যামের সাথে ভারতে এল Vivo Y50, জানুন দাম ও ফিচার

গতমাসে চীনে লঞ্চ হওয়ার পর আজ ভারতে লঞ্চ হল Vivo Y50। আজই টিপ্সটার মুকুল শর্মা জানিয়েছিলেন যে ভারতে এই ফোনের সেল শুরু হবে ১০ জুন। যদিও তিনি এই ফোনের লঞ্চ ডেট জানাননি। তবে কোম্পানি সবাইকে চমকে দিয়ে একপ্রকার চুপিচুপি ভারতে Vivo Y50 কে নিয়ে এল। ভিভো ওয়াই ৫০ এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১২৮ জিবি স্টোরেজ ও কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আসুন Vivo Y50 এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Vivo Y50 দাম ও উপলব্ধতা:

ভারতে ভিভো ওয়াই ৫০ একটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১৭,৯৯০ টাকা। Vivo Y50 ফোনটির সেল শুরু হবে ১০ জুন থেকে। ভারতে এই ফোন কোম্পানি নিজস্ব ওয়েবসাইট Vivo India E-store ছাড়াও ফ্লিপকার্ট, অ্যামাজন ও অন্যান্য ই-কমার্স সাইট থেকে কেনা যাবে।

Vivo Y50 স্পেসিফিকেশন :

ভিভো ওয়াই ৫০ ফোনে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস আইভিউ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজুলেশন ২৩৪০ × ১০৮০ পিক্সেল। আবার স্ক্রিন টু বডি রেশিও ৯০.৭ শতাংশ। প্রসেসর, র‌্যাম, স্টোরেজের কথা বললে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ভিভো ওয়াই ৫০ ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে। এর প্রধান ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য এখানে পাবেন ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সিকিউরিটির জন্য এর পিছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *