চলতে চলতে হঠাৎই নতুন গাড়িতে ধরে গেল আগুন, এই ভুল থেকে আপনিও সাবধান

বৈদ্যুতিক গাড়িতে হামেশাই অগ্নিকাণ্ডের খবর সামনে আসে। কিন্তু পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি আগুন ধরে যাওয়ার দুশ্চিন্তা থেকে ক্রেতাদের সম্পূর্ণ দূরে রাখে। এমনটাই বিশ্বাস ক্রেতাদের। কিন্তু সম্প্রতি এক ঘটনা এতদিনকার এই বিশ্বাস টলিয়ে দিয়েছে। Mahindra Thar-এর মতো প্রতাপশালী গাড়িতে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এখন আপনার নিজের ব্যবহারের এই গাড়িটিতেও আগুন ধরে যেতে পারে বলে দুশ্চিন্তা করছেন? আসল ঘটনা শুনলে আর ভয় পাবেন না।

আমরা গাড়ির সৌন্দর্য বাড়াতে হামেশাই আফটারমার্কেট অ্যাক্সেসরিজ দ্বারা সাজিয়ে তুলি। রাস্তার মোড়ের দোকানটি থেকেও হয়তো আমরা এই ধরনের টুকটাক কাজ করিয়ে থাকি। কিন্তু জানেন কি এ থেকেই ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা? আদতে এবারে তেমনটাই ঘটেছে। কাস্টমাইজ করানোই যেন কাল হয়ে দাঁড়ালো। গাড়ির সৌন্দর্য বাড়াতে গিয়ে ডেকে আনলেন বিপত্তি।

ব্র্যান্ড-নিউ Mahindra Thar-এ আগুন

একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই খবর সামনে এসেছে। ভিডিওতে দেখা গেছে এই অফ-রোডার এসইউভি-র সামনের অংশটি দাউদাউ করে জ্বলছে। একজন আগুন নেভানোর জন্য জল ঢালতে ব্যস্ত। কিন্তু তা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না তিনি।

ভিডিওতে দেখা গেছে গাড়ির সামনের হেডলাইট আগুনে পুড়ছে। এটি আফটারমার্কেট অ্যাক্সেসরিজ বলে সূত্রের দাবি। অনেকেই গাড়ির সৌন্দর্য বাড়াতে এই জাতীয় সরঞ্জাম বাইরের থেকে কেনেন। সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে পরামর্শ, পাড়ার গ্যারেজ থেকে আফটারমার্কেট অ্যাক্সেসরিজ ফিট না করিয়ে কোন সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে করান। আবার কম দামি সরঞ্জাম ব্যবহার করা উচিত নয়। নয়তো শর্ট সার্কিট যে কোন মুহূর্তে হতে পারে। যার পরিণাম দুর্বিসহ।