BSNL আনলো STV75 ও STV94 প্ল্যান, ১০০ টাকার কমে ৩ মাস পর্যন্ত ‌কলিং ও ডেটা

Jio-র আগমনের পর থেকে BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড)-এর ইউজারবেস তলানিতে গিয়ে ঠেকেছে! আর তাই নিত্য নতুন অফার এনে রাষ্ট্রয়ত্ত টেলিকম সংস্থাটি চাইছে গ্রাহক ধরতে। বিগত কিছু সময় সংস্থাটি পুরোনো প্ল্যান সংশোধন করে বেশি বেনিফিট দিতে শুরু করেছে। এখন নিজের কয়েকটি স্বল্প মূল্যের প্রিপেইড ভাউচারে পরিবর্তন এনে সেগুলিকে স্পেশাল ট্যারিফ ভাউচারে (STV) রূপান্তর করেলো তারা। রিপোর্ট অনুযায়ী, BSNL (বিএসএনএল)-এর এই সংশোধিত প্রিপেইড প্ল্যানগুলির দাম যথাক্রমে ৭৫ টাকা এবং ৯৪ টাকা। কী আছে এই প্ল্যানদুটিতে? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক…

BSNL STV75-এর বেনিফিট

বিএসএনএল এর ৭৫ টাকার প্ল্যান বা STV75-এর সুবিধার কথা বললে, এটি বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সাথে হোম এলএসএ এবং যেকোনো নেটওয়ার্কে ১০০ মিনিটের ফ্রি কল করতে দেয়। শুধু তাই নয়, গ্রাহকরা এই প্ল্যানের সাহায্যে মুম্বই বা দিল্লিতে কল করতে পারবেন; এর জন্য কোনো অতিরিক্ত ব্যয় হবেনা। তবে ফ্রি মিনিট শেষ হলে প্রতি মিনিটে ৩০ পয়সা চার্জ লাগবে। অন্যদিকে এই প্ল্যানে ৬০ দিনের মেয়াদে পাওয়া যাবে ২ জিবি ডেটা। এছাড়াও নিখরচায় PRBT সার্ভিস উপভোগ করা যাব।

BSNL STV94-এর বেনিফিট

৯৪ টাকা মূল্যের বিএসএনএল STV94 ভাউচারের মেয়াদ ৯০ দিন অর্থাৎ তিনমাস। প্ল্যানটির কাঠামো অনেকটা STV75-এর মতই, তবে এটি সর্বসাকুল্যে ৩ জিবি ডেটা দেয়। কলিং বেনিফিটের ক্ষেত্রে মেলে বিনামূল্যে ১০০ মিনিট, হোম এলএসএতে ফ্রি ভয়েস কলিং সহ মুম্বই/দিল্লিতে কলের সুবিধা রয়েছে। এছাড়া এই প্ল্যানেও গ্রাহকরা নিখরচায় PRBT অ্যাক্সেস করতে পারেন। এখানেও ফ্রি মিনিট শেষ হয়ে গেলে কল চার্জ লাগে প্রতি মিনিটে ৩০ পয়সা।

জানিয়ে রাখি, বিএসএনএল নিজের ব্যবসা বাড়াতে রিটেল সেলারদের ২০০ টাকা মূল্যের কমিশন দিচ্ছে। বলা হচ্ছে, এই সিদ্ধান্তটি বিএসএনএল সিমের বিক্রয় বাড়াবে এবং গ্রাহকদের বিশেষ FRC (ফার্স্ট রিচার্জ কুপন) অফার করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন