Mi eXchange Days: Redmi Note 10 Pro Max, Mi 11X Pro অনেক সস্তায় কেনার সুযোগ

Xiaomi-র অফিসিয়াল ওয়েবসাইট Mi.com-এ এখন চলছে Mi eXchange Days সেল। যদিও আজই সেলটির শেষ দিন। তাই সেরা ডিলস ও ডিসকাউন্টের সাথে Redmi এবং Mi স্মার্টফোন কিনতে আপনার হাতে আর কয়েক ঘন্টা সময় আছে। Mi eXchange Days সেলে Redmi Note 10 Pro Max এবং Mi 11X Pro স্মার্টফোন দুটি অনেকটাই সস্তায় পাওয়া যাবে। কারণ এই দুটো হ্যান্ডসেটের খরিদ্দারীর ক্ষেত্রে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং নো-কস্ট ইএমআই-এর সুবিধাও দেওয়া হচ্ছে। আসুন সেলে রেডমি নোট ১০ প্রো ম্যাক্স এবং এমআই ১১এক্স প্রো স্মার্টফোন দুটি কত দামে কেনা যাবে জেনে নেওয়া যাক।

Mi eXchange Days Sale-এর অফার

Redmi Note 10 Pro Max : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২০,৯৯৯ টাকা। তবে সেলে ফোনটি ফ্ল্যাট ১,০০০ টাকার ডিসকাউন্টের সাথে ১৯,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। অন্যদিকে, ফোনটির ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ২১,৯৯৯ টাকায়। আবার যেসকল গ্রাহকেরা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তাদের ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হবে। আর কিস্তিতে টাকা শোধ করতে চাইলে পাওয়া যাবে নো-কস্ট ইএমআই-এর সুবিধাও।

এছাড়া, পুরোনো হ্যান্ডসেটের পরিবর্তে রেডমির এই স্মার্টফোন কিনলে, ১১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার মিলবে। ফলে এই পুরো এক্সচেঞ্জ ভ্যালুটি যারা পেতে সক্ষম হবেন, তারা ফোনের ৬ জিবি র‍্যাম এবং ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টকে যথাক্রমে ৮,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকায় পকেটস্থ করে নিতে পারবেন। এরই সাথে, ১০,০০০ টাকা পর্যন্ত জিও (Jio) বেনিফিট এবং এমআই স্ক্রিন প্রোটেক্ট পলিসির সুবিধাও দেওয়া হবে।

Mi 11X Pro : এমআই ১১এক্স প্রো স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে ৩৯,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। একই ভাবে, ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এমআই এক্সচেঞ্জ ডেজ সেলে ৪১,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আর, SBI কার্ড হোল্ডাররা এই ফোনটি কেনার ক্ষেত্রে ৩,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। সাথে নো-কোস্ট ইএমআই অপশন উপলব্ধ।

পুরোনো হ্যান্ডসেটকে আপগ্রেড করে এমআই ১১এক্স প্রো স্মার্টফোন ক্রয় করলে, ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। ফলে, যেসকল ক্রেতারা এই পুরো এক্সচেঞ্জ ভ্যালুর লাভ ওঠাতে পারবেন তারা ফোনের ১২৮ জিবি স্টোরেজ এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে, ২৪,৯৯৯ টাকা এবং ২৬,৯৯৯ টাকায় নিজের পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন