Sony Xperia 5 IV দুর্দান্ত ক্যামেরা ও OLED ডিসপ্লে সহ 1 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, দেখে নিন ফিচার

জাপানের বহুজাতিক প্রযুক্তি সংস্থা সনি (Sony) গত মে মাসে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট দ্বারা চালিত Xperia 1 IV ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করেছে। যদিও, এর পাশাপাশি Sony Xperia 5 IV হ্যান্ডসেটটিও বাজারে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু কোম্পানি এখনও এই ডিভাইসটি বাজারে উন্মোচন করেনি। তবে এবার, জাপানি সংস্থাটি ঘোষণা করেছে যে, তারা আগামী ১ সেপ্টেম্বর একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলছে। আর এই ইভেন্টে সনি অবশেষে বহু প্রতীক্ষিত Xperia 5 IV-এর ওপর থেকে পর্দা সরাবে বলে আশা করা হচ্ছে। চলুন এই লঞ্চ ইভেন্টটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Sony Xperia 5 IV বাজারে আসতে পারে আগামী মাসের শুরুতেই

সনি ইউটিউবে একটি টিজার পোস্ট করে আসন্ন এক্সপেরিয়া ইভেন্টটির সময়সূচী ঘোষণা করেছে। আগামী ১ সেপ্টেম্বর জাপানে বিকাল ৪ টায় (ভারতে বেলা ১২:৩০ টা) এই লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। সংস্থা জানিয়েছে যে, এটি সনি এক্সপেরিয়া (Sony Xperia) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ-স্ট্রিম করা হবে, যাতে আগ্রহী গ্রাহকরা ঘরে বসেই অনুষ্ঠানটি দেখতে পারেন।

উল্লেখযোগ্যভাবে, সনি সম্প্রতি সংগীতশিল্পী ক্যাট বার্নসের সাথে হাত মিলিয়েছে, যিনি একটি নতুন এক্সপেরিয়া ফোনে তার লেটেস্ট সিঙ্গেল “পিপল প্লীজার” শুট এবং রেকর্ড করেছেন৷ তবে কোন এক্সপেরিয়া ফোন দিয়ে মিউজিক ভিডিওটি শুট করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। অনুমান করা হচ্ছে যে, রেকর্ডিং করার জন্য ব্যবহৃত ফোনটি আসলে দীর্ঘদিন জল্পনা থাকা সনি এক্সপেরিয়া ৫ আইভি।

প্রসঙ্গত, সনির ইউটিউব চ্যানেলে পোস্ট করা টিজারে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আসন্ন এক্সপেরিয়া স্মার্টফোনটিতে একটি কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর থাকবে। এতে সম্ভবত Sony Xperia 5 সিরিজের অন্যান্য স্মার্টফোনের মতো একই রকমের পকেট-ফ্রেন্ডলি ডিজাইন দেখা যাবে।

অন্যদিকে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সাইটে Sony Xperia 5 IV-কে খুঁজে পাওয়া গেছে। যার তালিকাটি প্রকাশ করেছে যে, তির্যকভাবে এই হ্যান্ডসেটের ডিসপ্লেটির পরিমাপ ১৫৩.৫ মিলিমিটার (প্রায় ৬ ইঞ্চি)। এছাড়া, এতে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে বলেও তালিকায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, Sony Xperia 5 IV-এর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। তবে, এটি লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু, এতে পুরোনো স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনাটিকেও উড়িয়ে দেওয়া যায় না। এছাড়া, Xperia 5 IV-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ওলেড (OLED) ডিসপ্লে, আইপি৬৮ (IP68) ওয়াটার রেজিস্ট্যান্স, ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং ডুয়েল স্টেরিও স্পিকার থাকতে পারে।