মার্চে সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকায় মারুতির একাই আটটা মডেল, অঘটন ঘটিয়ে শীর্ষে Swift

২০২২-২৩ অর্থবর্ষ ভারতে গাড়ি বিক্রিতে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। যা পুরনো সমস্ত রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে। গেল অর্থবর্ষে এদেশে বিক্রি হওয়া যাত্রীবাহী গাড়ির সংখ্যা ছিল ৩৮,৮৯,৫৪৫ ইউনিট। ২০২৩-এর মার্চও ফোর হুইলার বেচাকেনার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সর্বাধিক বিক্রিত প্রথম দশটি মডেলের মধ্যে সাতটিই হচ্ছে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র। বাকি দুটি টাটা মোটরস (Tata Motors)-এর এবং একটি হুন্ডাই (Hyundai)-এর। চলুন তবে সেই তালিকাটি একনজরে দেখে নেওয়া যাক।

Maruti Suzuki Swift সবার প্রথমে

তালিকার শীর্ষস্থান দখল করেছে Maruti Suzuki Swift। যেটি গেল মাসে মোট ১৭,৫৫৯ নতুন ক্রেতার সন্ধান পেয়েছে। যেখানে Maruti Suzuki WagonR ১৭,৩০৫ ইউনিট বিক্রি হওয়ার ফলে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে।

Brezza হচ্ছে টপ-সেলিং SUV

গত মাসে ১৬,২২৭ ইউনিট বিক্রি করা হওয়ার ফলে Tata Nexon-এর থেকে আবারও বেস্ট-সেলিং এসইউভি-র তকমা ছিনিয়ে নিয়েছে Maruti Suzuki Brezza। আবার Hyundai Creta, Tata Punch-কেও হার মানিয়েছে। পরবর্তী স্থানে উঠে এসেছে Baleno-র নাম। গত মাসে এই প্রিমিয়াম হ্যাচব্যাক মডেলটি ১৬,১৬৮ নতুন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে।

Nexon ও Creta তালিকায় পরপর

Tata Nexon অবস্থান করছে তালিকার পঞ্চম স্থানে। গেল মাসে এর বিক্রিবাটা হয়েছে ১৪,৭৬৯ ইউনিট। আবার মাঝারি আকারের এসইউভি সেগমেন্টে নিজের কর্তৃত্ব বজায় রেখেছে Hyundai Creta। মার্চ ২০২৩-এ ১৪,০২৬ ক্রেতার হাতে গাড়ির চাবি তুলে দিয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি।

Dzire নিজের জায়গা ধরে রেখেছে

Maruti Suzuki Dzire একমাত্র সেডান মডেল, যেটি সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকায় জায়গা দখল করেছে। গত মাসে এটি মোট ১৩,৩৯৪ নতুন গ্রাহকের মুখ দেখেছে। সাত নম্বরে দেখা গেছে Maruti Suzuki Eeco-কে। এর বেচাকেনার পরিমাণ গিয়েছে ১১,৯৯৫ ইউনিট।

Tata Punch ও Grand Vitara

তালিকার নবম ও দশম স্থান দখল করেছে যথাক্রমে Tata Punch ও Maruti Suzuki Grand Vitara। গেল মাসে গাড়ি প্রথম মডেলটি ১০,৮৯৪ ইউনিট ও দ্বিতীয় মডেলটি ১০,০৪৫ ইউনিট বিক্রিবাটা হয়েছে। অর্থাৎ উভয় মডেলই বিক্রির নিরিখে ১০,০০০ ইউনিট পার করেছে।