70W ফাস্ট চার্জিং ও কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে Tecno CL6, ফিচার্স মন জিতে দেবে

টেকনো (Tecno) সম্প্রতি বিভিন্ন প্রাইস সেগমেন্টকে উদ্দেশ্য করে বাজারে Tecno Spark 20 Pro+ এবং Tecno Pop 8 লঞ্চ করেছে। আর এখন একটি নতুন টেকনো ফোন মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যা একটি ভিন্ন মার্কেট সেগমেন্টকে টার্গেট করবে বলে মনে করা হচ্ছে। আসুন এফসিসি-এর লিস্টিং থেকে নতুন ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Tecno-এর নতুন স্মার্টফোনকে দেখা গেল FCC-এর প্ল্যাটফর্মে

CL6 মডেল কোড সহ একটি নতুন টেকনো হ্যান্ডসেট মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিংটি প্রকাশ করেছে যে, ফোনটিতে সর্বাধিক ১২ জিবি র‍্যাম মিলবে এবং এটি ৪জি সংযোগ সাপোর্ট করবে। এছাড়াও, এটি ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৯০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। ডিভাইসটি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে বলে জানা গেছে।

অন্যান্য স্টোরেজ ভ্যারিয়েন্টও থাকতে পারে, তবে বর্তমানে শুধুমাত্র এই মডেলটি সম্পর্কেই জানতে পারা গেছে। লেবেল ডায়াগ্রামটি Tecno CL6-এর ডিজাইনেরও আভাস দিয়েছে, যা অনেকটা সদ্য লঞ্চ হওয়া টেকনো স্পার্ক ২০ প্রো প্লাস-এর মতো দেখতে। স্মার্টফোনটি এলইডি ফ্ল্যাশ সহ কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে বলে মনে করা হচ্ছে।

Tecno CL6

তবে, Tecno Spark 20 Pro+এর সাথে তুলনা করলে অবশ্য Tecno CL6-এর রিয়ার ডিজাইনে সামান্য পরিবর্তন রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে, নতুন স্মার্টফোনটিতে ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ এবং এনএফসি-র জন্য সাপোর্ট থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও, এই মুহূর্তে ডিভাইসটির বাণিজ্যিক নাম এবং অন্যান্য বিবরণগুলি অজানাই রয়েছে, তবে কোম্পানি এবং অন্যান্য সূত্রের মাধ্যমে আগামী কিছু দিনের মধ্যেই আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

জানিয়ে রাখি, গত ডিসেম্বরে Tecno Spark 20 Pro+ ফোনটি MediaTek Helio G99 Ultimate চিপসেটের সাথে লঞ্চ হয়েছে, যা সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করে। এতে ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৭৮ ইঞ্চির কার্ভড ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা, একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ডুয়েল এলইডি ফ্ল্যাশ বিদ্যমান।

ফোনটিতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। Tecno Spark 20 Pro+ তে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৫৩ (IP53) রেটিং রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করে এবং টেম্পোরাল অরবিটস, লুনার ফ্রস্ট, রেডিয়েন্ট স্টারস্ট্রিম ও ম্যাজিক স্কিন ২.০ গ্রিন – এই চারটি ভিন্ন কালার অপশনে উপলব্ধ।