নতুন লঞ্চ হওয়া Ola S1 Air নিয়ে মনে খুঁতখুঁত লাগছে? এই বাইক ও স্কুটারগুলি সস্তায় পাবেন

এই দীপাবলীর কয়েকদিন আগেই ভারতে লঞ্চ করেছে ওলা ইলেকট্রিকের নতুন বৈদ্যুতিক স্কুটার S1 Air। এটিই তাদের সবচেয়ে কম মূল্যের ইলেকট্রিক স্কুটার। কেন্দ্রীয় সরকারের ফেম-টু সাবসিডির আওতায় দিল্লিতে এর এক্স শোরুম মূল্য ৮৪,৯৯৯ টাকা। এছাড়াও ওলার হাতে রয়েছে আরও দুটি অধিক মূল্যের ইলেকট্রিক স্কুটার- S1 ও S1 Pro। তবে এই দামে আপনি যদি অন্য কোন টু-হুইলার কিনতে চান তবে অনেক ধরনের অপশনই রয়েছে এদেশের বাইকের বাজারে। তার মধ্যে থেকেই বাছাই করা কয়েকটি সন্ধান দিলাম আমরা।

Honda Activa 125 (এক্স শোরুম – ৭৭,০৬২টাকা)
হোণ্ডা অ্যাক্টিভা এক আলাদা ইতিহাস সৃষ্টি করেছে এদেশের বুকে। বিগত কয়েক দশক ধরে প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছে হোন্ডার তৈরি এই স্কুটারটি। বরাবরই এদেশের বেস্ট সেলিং স্কুটারের তকমা পেয়ে এসেছে এই অ্যাক্টিভা। Ola S1 Air এর থেকে ৭,৯৩৭ টাকা কম মূল্যে (বেস সংস্করণ) আপনি কিনতেই পারেন একটি আকর্ষণীয় লুকের ভরসাযোগ্য প্ল্যাটফর্মের উপর তৈরি পেট্রোল চালিত স্কুটার।

Hero Splendor Plus Xtec (এক্স শোরুম ৭৫,০৪৬ টাকা)
প্রতিদিনের যাতায়াতের জন্য Hero Splendor Plus Xtec এর সমতুল্য বাইক খুব কমই আছে এদেশের মাটিতে। দামের দিক থেকেও ওলার স্কুটারটির থেকে ৯,৯৫৩ টাকা কমে মিলবে এটি। বর্তমানে ব্লুটুথ সংযোজন সহ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত হয়েছে এই বাইকে। রিয়েল টাইম মাইলেজ সহ আরো আধুনিক বৈশিষ্ট্য মিলবে এতে।

TVS Raider (এক্স শোরুম ৮৫,৯৭৩ টাকা)
আপনি যদি একজন বাইকপ্রেমি হন তবে টিভিএস রাইডার আপনার জন্য অন্যতম সেরা অপশন। ৯৭৪ টাকা অতিরিক্ত দিয়ে আপনি পেয়ে যাবেন একটি আধুনিক ফিচার্স যুক্ত স্পোর্টস স্টাইল এবং পারফরম্যান্স প্রদানকারী ইঞ্জিন সমৃদ্ধ মোটরসাইকেল। এই বাইকটিতে সম্প্রতি যুক্ত হয়েছে অসাধারণ টিএফটি স্ক্রিন। সব মিলিয়ে এক ধামাকাদার প্যাকেজ এটি।

TVS Ntorq 125 (এক্স শোরুম ৭৯,৯৫৬ টাকা)
যদি হোন্ডা অ্যাক্টিভা ১২৫ আপনার কাছে পুরনো দিনের ডিজাইনের সমতুল্য হয় তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভারতবর্ষের অন্যতম স্পোর্টি স্কুটার টিভিএস এনটর্ক আপনার নতুনত্বের চাহিদা মেটাতে সক্ষম। আধুনিক সমস্ত বৈশিষ্ট্য ও অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন এবং স্পোর্টি লুকের এনটর্ক ১২৫ স্কুটারটি S1 Air এর যোগ্যতম প্রতিদ্বন্দ্বী।

Bajaj Pulsar 125 (এক্স শোরুম ৯০,০০৩ টাকা)
বাজাজ পালসার সিরিজের মোটরসাইকেলগুলি এদেশের আইকনিক বাইক হিসেবে যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছে। এই সিরিজের ১২৫ সিসির এই বাইকটি উন্নত পারফরমেন্স, ভালো হ্যান্ডেলিং এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এর মত সেফটি ফিচার্স সহ অবতীর্ণ হয়েছে। পালসার পরিবারের একদম এন্ট্রি লেভেলের বাইক এটি।